Breaking
31 Mar 2025, Mon

রানাঘাটের বিজেপি সাংসদের চেষ্টায় প্রাণে বাঁচলো দুই মহিলা, কিভাবে? জানুন

Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ নদিয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মানবিক মুখ দেখলো নদিয়াবাসী। তার চেষ্টায় প্রাণে বাঁচলো দূর্ঘটনায় গুরুতর আহত দুই মহিলা।

জানা গিয়েছে, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রবিবার রাত ৮টা নাগাদ ৩৪ নং জাতীয় সড়ক ধরে গাড়িতে চেপে রানাঘাট থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় তিনি শান্তিপুর বাইপাসে পেট্রোল পাম্পের কাছে একটি হোটেলের সামনে কিছু লোকের ভিড় দেখতে পান।

ভিড় দেখে কৌতুহলবশতঃ তিনি গাড়ি থেকে নেমে দেখতে পান দুইজন মহিলা গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছেন।

উপস্থিত মানুষজনের কাছ থেকে তিনি জানতে পারেন, কোনো একটি লরি তাদের ধাক্কা মেরে পালিয়েছে। কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি।

একথা জানার পর তিনি নিজের গাড়ি করে ওই দুই মহিলাকে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তার তৎপড়তাতেই বেঁচে যায় ওই দুই মহিলা।

Advertisement
Advertisement
Developed by