Breaking
31 Mar 2025, Mon

শিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ১০০ পরিবার

Advertisement

২১ এর নির্বাচনকে নজরে রাখছেন কেন্দ্রের শাসক দল থেকে শুরু করে রাজ্যের শাসক দল পর্যন্ত। তা এই নির্বাচনের আগে শক্ত হাতে মাঠে নামতে চাইছেন রাজ্যের শাসক দল। ক্রমশ বিজেপিকে জোর ধাক্কা দিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণি ও তিনলাইন এলাকার ১০০ পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

নতুনদের হাতে দলীয় পতাকা তুলে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা ফাঁসিদেওয়ার ব্লক ২ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজয় মজুমদার,রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবোতোষ মন্ডল,নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ,বিধাননগর ২ নং অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা।

এই বিষয়ে কাজল ঘোষ বলেন যে এদিন মোট ১০০ টি পরিবার আমাদের দলে যোগদান করলেন। এবং এতে আমাদের দল বেশি শক্তিশালী হল। যদিও আজকে আরও অনেকেই যোগদান করতেন কিন্তু বৃষ্টির কারণে তারা আসতে পারেনি। এবং আগামী দিনে অনেকেই আমাদের দলে যোগদান করবে।

Advertisement
Advertisement
Developed by