স্টিং নিউজ সার্ভিসঃ শুক্রবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা বিহার মোড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন দুপুরে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ।
এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গের ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।