
অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া:
জানা গেছে, হিন্দু ধর্মালম্বী মানুষরা যখন হোলি খেলে বাড়ি ফিরছেন, তখন জুম্মার নামাজ শেষে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন পথ চলতি হিন্দু ভাইবোনদের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা পানীয়।
অনেকেই বলছেন, হিন্দু-মুসলিম সম্প্রীতির এই চিত্র সত্যিই মনোমুগ্ধকর। কবি নজরুল ইসলামের সেই কবিতা যেন আজ সার্থক- “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।
বর্তমান সময়ে এই রকম সম্প্রীতির চিত্র খুব কমই দেখা যায়। এদিন সম্প্রীতির এই প্রয়াসকে কুর্ণিশ জানিয়েছেন কৃষ্ণনগরের যুব তৃণমূল নেতা কৌশিক মজুমদার।
তিনি বলেন, এই কাজের মাধ্যমে বাংলার যে মেল বন্ধন, কৃষ্টি-কালচার সেটা ফের একবার এই শহরে পুনঃপ্রতিষ্ঠা করলো।