Breaking
29 Mar 2025, Sat

দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো কৃষ্ণনগরে

Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া:

দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার একদিকে চলছে হিন্দুদের দোল উৎসব, অপরদিকে মুসলিমদের চলছে রমজান মাস, সঙ্গে এদিন আবার জুম্মাবার। এদিন দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির এক চিত্র দেখা গেল শহরে।
জানা গেছে, হিন্দু ধর্মালম্বী মানুষরা যখন হোলি খেলে বাড়ি ফিরছেন, তখন জুম্মার নামাজ শেষে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন পথ চলতি হিন্দু ভাইবোনদের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা পানীয়।

অনেকেই বলছেন, হিন্দু-মুসলিম সম্প্রীতির এই চিত্র সত্যিই মনোমুগ্ধকর। কবি নজরুল ইসলামের সেই কবিতা যেন আজ সার্থক- “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।

বর্তমান সময়ে এই রকম সম্প্রীতির চিত্র খুব কমই দেখা যায়। এদিন সম্প্রীতির এই প্রয়াসকে কুর্ণিশ জানিয়েছেন কৃষ্ণনগরের যুব তৃণমূল নেতা কৌশিক মজুমদার।

তিনি বলেন, এই কাজের মাধ্যমে বাংলার যে মেল বন্ধন, কৃষ্টি-কালচার সেটা ফের একবার এই শহরে পুনঃপ্রতিষ্ঠা করলো।

Advertisement
Advertisement
Developed by