Breaking
29 Mar 2025, Sat

চাপড়ায় টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কা, মৃত ৭, আহত অনেকে

Advertisement

স্টিং নিউজ সার্ভিস:

টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কায় মৃত্য হল এক শিশু সহ ৭ জনের। ঘটনায় জখম আরও অনেকে। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার লক্ষীগাছায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে।

পুলিশ জানিয়েছে- মৃতরা হলেন , সান্তনা বিবি বয়স ৩২, রহিমা বিবি বয়স ৩৩, পারভিনা বিবি বয়স ৩৫, অমিত ঘোষ বয়স ৩৫, রোহন সেখ বয়স ১৬, পুতুল মল্লিক বয়স ২৬, তারকিন মল্লিক বয়স ৩।
কারও বাড়ি চাপড়া থানা এলাকায়, কারও বা নাকাশিপাড়া থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি স্করফিয়ো কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিকে থেকে আসা তিনটি টোটোকে পর পর ধাক্কা মারে গাড়িটি। চারাতলা পেট্রল পাম্পের কাছে টোটোর সঙ্গে সংঘর্ষ হয় ওই গাড়ির।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরে এক শিশু-সহ তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনায় আহত আরও ১০ জনকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে আরও চার জনের মৃত্যু হয়। সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়িই। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ।

Advertisement
Advertisement
Developed by