Breaking
29 Mar 2025, Sat

চাকদহ JRSET LAW কলেজে পালিত হল বসন্ত উৎসব

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: ১৩ মার্চ, বৃহস্পতিবার, নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। এই বিশেষ দিনে কলেজ প্রাঙ্গণ আনন্দ, উচ্ছ্বাস ও রঙের ছটায় ভরে ওঠে। অসংখ্য ছাত্র-ছাত্রী উৎসবের আনন্দে সামিল হন এবং উৎসবকে সার্থক করে তোলেন।

বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে মঞ্চে উঠে কলেজের ছাত্র-ছাত্রীরা তাঁদের নৃত্য, গান, আবৃত্তি এবং বক্তৃতার মাধ্যমে বসন্ত উৎসবকে এক অন্য মাত্রা দেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করে। শুধু ছাত্র-ছাত্রীরাই নন, কলেজের শিক্ষক-শিক্ষিকারাই উৎসবে অংশগ্রহণ করেন, যা এই আয়োজনে সম্প্রীতির এক অনন্য আবহ তৈরি করে।

উৎসবের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল কলেজে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী (উইনার্স) ও রানার্সআপ দলকে এদিন ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের কঠোর পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি।

বসন্তের রঙে সেজে ওঠে গোটা কলেজ চত্বর। একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে সকলেই বসন্তের আনন্দ ভাগ করে নেন। চারপাশে রঙের বর্ণচ্ছটা, হাসি-আনন্দ ও সুরের মাধুর্যে কলেজ প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। কলেজ কর্তৃপক্ষের সুপরিকল্পিত আয়োজন এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বসন্ত উৎসব এক স্মরণীয় দিনে পরিণত হয়।

Advertisement
Advertisement
Developed by