Breaking
12 Mar 2025, Wed

চাকদহের JRSET ল কলেজে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্ট

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET ল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক ফুটবল টুর্নামেন্ট। এদিনের খেলায় কলেজের ছাত্রদের অংশগ্রহণ করতে দেখা যায়। এই ফুটবল টুর্নামেনন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করেছে বলে জানা যায়। প্রথম দিনের খেলায় অংশগ্রহণকারী দল গুলি হচ্ছে Five Years 2nd Sem, Five Years 4th Sem, Five Years 10th Sem, 3 Years 2nd Sem, 5 Years 6th Sem এবং 3 Years 4th Sem.

জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়। প্রথম খেলাটি শুরু হয় দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত।
কলেজ কর্তৃপক্ষ খুব সুষ্ঠভাবে এই টুর্নামেন্ট পরিচালনা করেন এবং ছাত্রদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যাবস্থাও করে। জানা গিয়েছে কলেজে এই প্রথম এত বড় আকারে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।

কলেজের প্রিন্সিপাল ড. পারমিতা ধর চক্রবর্তী স্টিং নিউজ কে জানান ছাত্রছাত্রীরা সবে তাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিয়েছে তাই তাদের ট্রেস দূর করা এবং মানসিক ও শারীরিক উন্নতির জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাথে তিনি আরও জানান ছাত্রদের ডাকে সারা দিয়ে তিনি আগামী দিনে সেপ্টেম্বর – অক্টোবরের দিকে ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করবেন। কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগে বেজায় খুশি কলেজের ছাত্র ছাত্রীরা।

Advertisement
Advertisement
Developed by