
স্টিং নিউজ সার্ভিস:
বিক্ষোভকারী আইনজীবীদের বক্তব্য, “আমাদের আন্দোলনের তিনটি প্রধান ইস্যু আছে। আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই যে উপেন বিশ্বাসকে আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের আইকন ভাবতাম। কিন্তু দীর্ঘদিন মন্ত্রী ও চেয়ারম্যান পদে থাকার পরেও তিনি সেই সম্প্রদায়ের জন্য কিছুই করেননি। বরং আমাদের ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করেছেন।”
তাদের আরও অভিযোগ, “উনি সাধারণ মানুষের ফোন ধরেন না, দেখা করতে গেলে সাক্ষাৎ দেন না। অথচ আরএসএস প্রধান মোহন ভগবতকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ভোজসভার আয়োজন করছেন! এই ধরনের স্বার্থান্বেষী ব্যক্তিদের আমরা আর মেনে নেব না। ভবিষ্যতে যেসব নেতা ব্যাকওয়ার্ড ক্লাসের নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছেন, তাদের প্রত্যেকের বাড়ির সামনেই আমরা বিক্ষোভ করব।”
তবে এই বিক্ষোভের পরও আইনজীবীদের সঙ্গে দেখা করেননি উপেন বিশ্বাস।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস ছাড়েন উপেন বিশ্বাস। তিনি তৃণমূল নেতৃত্বকে ইমেল করে নিজের দলত্যাগের কথা জানান। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে তৃণমূলের অবস্থানের সঙ্গে তার মত পার্থক্য ছিল বলে জানা যায়। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১১ সালে বাগদা আসন থেকে বিধায়ক হয়ে তিনি রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। এছাড়া, এসএসসি দুর্নীতি নিয়েও তিনি প্রকাশ্যে সরব হয়েছিলেন।
দেখুন ভিডিও:-