Breaking
21 Nov 2024, Thu

প্রয়াত দাদুর স্মৃতিতে রক্তদান শিবির নাতির

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামে দাদুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন নাতি। আর এমন যোগ্য নাতির প্রংশাংয় পঞ্চমুখ এলাকার মানুষ । জানা গিয়েছে, পন্ডিতপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি প্রয়াত জনাব আলী সাহেবের নাতি বাবর আলী সেখ নবদ্বীপে ব্লাড ব্যাংকে চাকুরি করেন। পাশাপাশি সমাজসেবায় নিজেকে নিযুক্ত করেছেন। দাদুর স্মৃতিতে এবছর নিয়ে মোট তিনবার গ্রামে রক্তদান শিবির করলেন বাবর আলী সেখ।

রবিবার পন্ডিতপুর গ্রামের স্কুল মাঠে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট ৩৪ জন রক্তদান করেন । সদিচ্ছা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও রক্তদান করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজনশীল নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদির মাধ্যমে বিনোদন দেওয়া হয় উপস্থিত সকলকে।

বাবর আলী সেখ বলেন, ক্যানসার, থ্যালাসেমিয়া রোগী বেড়েছে। তাঁদের রক্ত প্রয়োজন । সেই প্রয়োজন মেটাতে সাহায্য করবে এমন ধরনের রক্তদান শিবির। দাদুর স্মৃতির উদ্দেশ্যে এনিয়ে মোট তিনবার রক্তদান শিবিরের আয়োজন করলাম। আজকে আমি নিজেও রক্ত দিলাম।

নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫০ বারের বেশি রক্তদাতাদের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। মানস রায় নামে নবদ্বীপের ৫৭ বছরের এক রক্তদাতা এদিন এই শিবিরে এসে রক্তদান করে তার ১০০তম রক্তদান পূরণ করেন। তার হাতেও এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়।      

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, সাহিত্যিক চৈতন্য দাস, সমাজসেবী সারিকুল ইসলাম, প্রদীপ বিশ্বাস ও তপন বসাক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।    

       

Advertisement
Developed by