Breaking
21 Nov 2024, Thu

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভায় বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১০০০ কর্মী-সমর্থক, দাবি তৃণমূলের

Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ আজব কান্ড মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কেন্দ্রে। ঠিক যে মুহূর্তে স্বজন-পোষণের অভিযোগে বিদ্ধ তৃণমূল, সেই মুহূর্তেই আবার তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়লো নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় এক হাজার কর্মী-সমর্থক, এমনটাই দাবি তৃণমূলের। এদিন ধুবুলিয়া পার্টি অফিসে দলত্যাগী কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের কারা মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জল বিশ্বাস।

দল ত্যাগীদের মধ্যে উল্লেখযোগ্য হল নদিয়া জেলা উত্তরের বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য কৃষান মোর্চার সভাপতি মহাদেব সরকারের খাসতালুক সাধনপাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি সদস্য পুলক সমাদ্দার ও ঘাটেশ্বরের বিজেপি নেতা গোপাল সাঁধুখা।

তৃণমূলের দাবি, ওই দুই বিজেপি নেতার নেতৃত্বে প্রায় ৫০ জন সক্রিয় বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে নাম লেখালেন।

সূত্রের খবর, গত রবিবার কৃষ্ণনগর-২ নম্বর ব্লকের ধুবুলিয়া ১৪ নং গ্রুপের সিপিএমের প্রাক্তন সদস্যা উন্নতি হালদারের নেতৃত্বে বেশ কয়েকশো সিপিএম কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন।

পাশাপাশি একই দিনে ১৪ নং গ্রুপের বিজেপি নেতা বুদ্ধদেব দাস ও গৌতম দাসের নেতৃত্বে তৃণমূলে যোগ দেন আরও কয়েকশো কর্মী-সমর্থক।

তৃণমূলের ধুবুলিয়া পার্টি অফিসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। ১৪ নং গ্রুপ ছাড়াও ১২ নং , টিবি হাসপাতাল ও সারদাপল্লী থেকেও বিজেপি ও সিপিএম ছেড়ে বহু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। দলবদল প্রসঙ্গে ১৪ নং গ্রুপের প্রাক্তন বিজেপি নেতা বুদ্ধদেব দাস অভিযোগ করে বলেন, দীর্ঘ লকডাউন ও পরবর্তী আমফান ঝড়েও এলাকায় বিজেপি নেতাদের দেখা মেলেনি। সেখান থেকে দাঁড়িয়ে উজ্জ্বল বিশ্বাস ও তাদের কর্মীরা ত্রাণ সামগ্রী দেওয়া থেকে শুরু করে আমফান ঘূর্ণি ঝড়ের আবহে মানুষের পাশে থেকেছেন। তাদের কর্মকাণ্ডে পাশে থাকতে আমরা তৃণমূলে যোগ দিলাম।

মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক উজ্জ্বল বিশ্বাস বলেন, বিজেপি ও সিপিএমে কাজ করার জায়গা নেই। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিলেন।

তিনি দাবি করেন, রবিবার ও সোমবার মিলিয়ে এই দুই দিনে বিজেপি এবং সিপিএম ছেড়ে প্রায় এক হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।

Advertisement
Developed by