Breaking
31 Mar 2025, Mon

কৃষ্ণনগরে যুবতীর দেহ উদ্ধারের মামলায় সরিয়ে দেওয়া হল তদন্তকারী অফিসারকে

Advertisement

স্টিং নিউজ সার্ভিস:

কৃষ্ণনগরে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় তদন্তের দায়িত্বে বড়সড় পরিবর্তন আনা হলো। সরিয়ে দেওয়া হল তদন্তকারী অফিসারকে। এই মামলায় তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সুমিত কুমার দে-কে সরিয়ে, তার স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর রাঙ্কের পুলিশ অফিসার কৌশিক সাউ-কে।

যদিও সাব ইন্সপেক্টর সুমিত কুমার দে-কে কেন সরানো হয়েছে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে। তবে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, এই সেনসিটিভ কেসের গুরুত্ব বিবেচনা করে উচ্চ রাঙ্কের অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন তদন্তকারী অফিসার ইন্সপেক্টর কৌশিক সাউ ইতিমধ্যেই মামলাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এই ঘটনায় আরও অগ্রগতির অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
Advertisement
Developed by