Breaking
22 Oct 2024, Tue

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী পিসিবি: ভারত সফরে আসবে বলে মনে করছেন নকভি

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: দু’দেশের রাজনৈতিক সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, ক্রিকেটের ময়দানে তা অন্তরায় হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর মতে, ভারত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে। শুধু ভারতই নয়, বিশ্বের সমস্ত দেশই পাকিস্তানে এসে এই প্রতিযোগিতায় অংশ নেবে।

পাকিস্তানের কড়া অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলে মনে হলেও, নকভি স্পষ্ট জানিয়েছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত-সহ সকল দেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয় দলের অবশ্যই আসা উচিত। আমার মনে হয় না তারা সফর বাতিল করবে বা পিছিয়ে দেবে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব দেশকেই স্বাগত জানাতে প্রস্তুত।”

নকভি আশা প্রকাশ করেছেন যে, পূর্ববর্তী সফরের মতো এ বার যেন কোনও কারণেই সফর বাতিল না হয় এবং দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আবার নতুন উদ্যমে শুরু হয়।

Advertisement
Developed by