Breaking
31 Mar 2025, Mon

ধর্মতলায় অনশনমঞ্চে অশান্তি: বউবাজার থানার সামনে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: তলায় চলমান অনশনের তৃতীয় দিনে উত্তেজনা চরমে পৌঁছেছে। সোমবার সন্ধ্যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা বউবাজার থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, অনশনমঞ্চে বসার জন্য যে চৌকি আনা হয়েছিল, তা পুলিশ বাজেয়াপ্ত করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় পুলিশের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদে জড়ান জুনিয়র ডাক্তাররা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্লোগানে স্লোগানে ভরে ওঠে বউবাজার থানার চারপাশ। উত্তেজিত চিকিৎসকেরা থানা প্রাঙ্গণের মূল গেটের সামনেই বসে অবস্থান নেন, যা আরও উত্তেজনার সৃষ্টি করে।

এই ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি। আন্দোলনকারীরা দাবি করেছেন, তাঁদের অনশন চলবে যতক্ষণ না তাঁদের দাবি পূরণ করা হয়।

Advertisement
Advertisement
Developed by