Breaking
31 Mar 2025, Mon

অনুষ্ঠিত হল স্টেশন থিয়েটার ফেস্টিভ্যাল- ২০২৩

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: খোলা আকাশের নিচে কৃষ্ণনগর স্টেশন প্রাঙ্গণে ২৩শে এপ্রিল ২০২৩ তারিখে রবিবার বিকেল ৫ টায় কৃষ্ণনগর জীবনের ঐকতান অনুষ্ঠিত করল পথ নাটক উৎসব। এক অসাধারণ নামকরন “স্টেশন থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৩” যা সকলের দৃষ্টি আকর্ষন করল। প্রায় ৫০ থেকে ৫৫ জন জীবনের ঐকতানের শিল্পী সহযোদ্ধারা ঢাক ঢোল বাজিয়ে উৎসবের শুভ সূচনা এ এক অভিনব প্রয়াস। একসাথে সকলের কন্ঠে ধ্বনিত হল


“আমরা দেবো বোবাকে ধ্বনি,
খোঁড়াকে দ্রুত ছন্দ।
অসম্ভবের পথে হেঁটেই
আমদের আনন্দ….।”


এর আগে কৃষ্ণনগর জীবনের ঐকতান গ্যারেজ নাটক,বন নাটক এবং কৃষ্ণনগর রবীন্দ্রভবনে আন্তর্জাতিক নাট্যোৎসব পালন করেছেন। এবার তারা স্টেশনের প্রাঙ্গণে “স্টেশন থিয়েটার ফেস্টিভাল ২০২৩, এ অনুষ্ঠিত করল চারটি পথ নাটক। প্রথম নাটক “কথা নাট্য সংস্থা”র প্রযোজনা “সাবান কেসে ময়লা”। রচনা ও নির্দেশনা- গণপতি নস্কর। দ্বিতীয় প্রযোজনা কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর ছাড়পত্র বিভাগ ধুবুলিয়ার পরিবেশ সচেতনতামূলক দ্বিতীয় প্রযোজনা -” অরণ্যের কান্না আর না”। রচনা ও নির্দেশনা- শুভ্রা রায়। তৃতীয় প্রযোজনা বিসর্গ নাট্য সংস্থার “কৌটো”।

প্রয়োগ- দ্বৈপায়ন। চতুর্থ দর্শনে কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর যেকোনো নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ মূলক নাটক- “ড্রাগ কিলস লাইফ”। রচনা নির্দেশনা- শুভ্রা রায়। জীবনের ঐকতানের সম্পাদিকা শুভ্রা রায় বলেন- থিয়েটার সমাজ পরিবর্তনের হাতিয়ার আর কৃষ্ণনগর জীবনের ঐকতানের মেয়েরা প্রতিনিয়ত তাদের কাজের মধ্যে দিয়ে তার নমুনা তুলে ধরার চেষ্টা করে চলেছে সমাজের সামনে। কিছুটা হলেও যদি আমরা সমাজের কুদিকগুলির পরিবর্তন ঘটাতে পারি তবেই আমাদের পথচলা এবং সমাজ সচেতনতা মূলক নাটক করা সার্থক হবে । এ এক প্রশংসনীয় কর্মযজ্ঞ এবং সাহসী পদক্ষেপ কৃষ্ণনগর জীবনের ঐকতান নাট্যগোষ্ঠীর।

Advertisement
Advertisement
Developed by