Breaking
21 Nov 2024, Thu

স্টেশন থিয়েটার ফেস্টিভাল- ২০২৩

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: খোলা আকাশের নিচে কৃষ্ণনগর স্টেশন প্রাঙ্গণে আগামী ২৩শে এপ্রিল ২০২৩ রবিবার বিকেল ৪:৩০ টায় কৃষ্ণনগর জীবনের ঐকতান অনুষ্ঠিত করতে করতে চলেছে “স্টেশন থিয়েটার ফেস্টিভাল ২০২৩” ‌।

এর আগে কৃষ্ণনগর জীবনের ঐকতান গ্যারেজ নাটক,বন নাটক পরিবেশন করেছেন।এবার তারা স্টেশনের প্রাঙ্গণে “স্টেশন থিয়েটার ফেস্টিভাল ২০২৩, এ অনুষ্ঠিত করতে চলেছে চারটি পথ নাটক। প্রথম নাটক “কথা নাট্য সংস্থা”র প্রযোজনা “সাবান কেসে ময়লা”।

রচনা ও নির্দেশনা- গণপতি নস্কর। দ্বিতীয় প্রযোজনা কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর ছাড়পত্র বিভাগ ধুবুলিয়ার পরিবেশ সচেতনতামূলক দ্বিতীয় প্রযোজনা -” অরণ্যের কান্না আর না”। রচনা ও নির্দেশনা- শুভ্রা রায়। তৃতীয় প্রযোজনা বিসর্গ নাট্য সংস্থার “কৌটো”।প্রয়োগ- দ্বৈপায়ন।

চতুর্থ দর্শনে কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর যেকোনো নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ মূলক নাটক- “ড্রাগ কিলস লাইফ”। রচনা নির্দেশনা- শুভ্রা রায়। থিয়েটার সমাজ পরিবর্তনের হাতিয়ার আর কৃষ্ণনগর জীবনের ঐকতান প্রতিনিয়ত তাদের কাজের মধ্যে দিয়ে তার নমুনা তুলে ধরছে সমাজের সামনে। এ এক প্রশংসনীয় কর্মযজ্ঞ।

মাথার ওপর খোলা আকাশ

পায়ের নিচে মাটি
মিলেছি আজ ছাতিম তলায়

গোটা আকাশ ছাতি
আমরা হাঁটি যেখানে

মাটি মানিনা প্রতিবন্ধক ।”

Advertisement
Developed by