Breaking
31 Mar 2025, Mon

ভারতের হয়ে প্রতিনিধিত্ব, দৌড় প্রতিযোগিতায় উজবেকিস্তান যাচ্ছে নদিয়ার সোনডাঙ্গার রেজওয়ানা

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: এবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উজবেকিস্তান যাচ্ছে নদিয়ার ধুবুলিয়া থানার সোনডাঙ্গা গ্রামের অ্যাথলেটিক রেজওয়ানা মল্লিক হেনা। আগামী ২৭-৩০ এপ্রিল উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হতে চলেছে “এশিয়ান যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৩ “। আর সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে রেজওয়ানা মল্লিক হেনা।

জানা গিয়েছে, রেজওয়ানা ২০০ মিটার, ৪০০ মিটার এবং মিডলে রিলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেখানে।

রেজওয়ানার বাবা রেজাউল মল্লিক বলেন, আমার মেয়ের এই অসামান্য সাফল্যের জন্য তার প্রাক্তন কোচ তথা ক্রীড়া অভিভাবক ডঃ কল্যাণ চৌধুরীর অবদান অনস্বীকার্য।হেনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য ”কলকাতা আল্ট্রা ট্রাস্ট ” সংস্থার কাছে আমি কৃতজ্ঞ।

তিনি আরও জানান, রেজওয়ানা সবে ১৬ বছর পেরোলো। বর্তমানে সে কোচ অর্জুন অজয়ের তত্ত্বাবধানে উটিতে প্রশিক্ষণরত।

এক নজরে হেনার সাফল্যের খতিয়ান :

  1. Under-16, 400 mtr National Record (53.22sec) Dt.07.03.2023.

Event: Under-16 Open National Championship,2023.

  1. Present World Ranking : 1

3.Under-18, 400 mtr, 200 mtr, National Meet Record (Youth National Championship,2023)

  1. Under-16, 300 mtr National Record (38.57sec)
Advertisement
Advertisement
Developed by