স্টিং নিউজ সার্ভিস: খরদহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার এক পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পুকুরের পাশে পাঁচিল তুলে পুকুর-ভরাট করতে চাইছে বর্তমান কাউন্সিলর চম্পা দাস এমনটাই অভিযোগ প্রাক্তন কাউন্সিলার তাপস দাশগুপ্তের। খরদহ পৌরসভার এই 16 নম্বর ওয়ার্ড মহিলা প্রার্থী হওয়ায় চম্পা দাস এই ওয়ার্ড থেকে গত পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছিলেন। পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত। খরদহ পৌরসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে এই বিষয়ে চিঠিও দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস বাবু।
প্রাক্তন কাউন্সিলরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বর্তমান কাউন্সিলর চম্পা দাস। পাশাপাশি বর্তমান কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলরকে তোলাবাজ বলে সম্বোধন করেছেন। প্রাক্তন কাউন্সিলর তার বিরুদ্ধে চক্রান্ত করছেন এমনটাই অভিযোগ এনেছেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পা দাস।আর শাসকদলের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর এর গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানান, পৌরসভা এ বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানার পর গোটা ঘটনার তদন্ত করবে আর পৌরসভা গত ভাবে উপযুক্ত ব্যবস্থা অবশ্যই নেবে।