
স্টিং নিউজ সার্ভিসঃ শুক্রবার কৃষ্ণনগরে বিএসএনএল স্টাফ ইউনিয়ন এবং বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন উভয়ের উদ্যোগে এক সাধারন সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছিল।
এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রদীপ দত্ত, দীপক, নিমাই বিশ্বাস এবং অনুপ সেন। তাদেরকে উপরোক্ত দুই সংগঠনের তরফ থেকে সংবর্ধনা জানানো হয় এবং অবিলম্বে কৃষ্ণনগরের বিভাগীয় যে অফিস আছে সেই অফিস খোলার ব্যাপারে হস্তক্ষেপ আহ্বান করা হয়।