স্টিং নিউজ সার্ভিসঃ ২-৩ সেপ্টেম্বর দুদিন ধরে অনুষ্ঠিত হল ‘এশিয়ান ইন্টারন্যাশনাল ইউথ সামিট ২০২২’ চকদিগনগর স্পোর্টস ভিলেজ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে দুদিন ধরে অনুষ্ঠিত হল ‘এশিয়ান ইন্টারন্যাশনাল ইউথ সামিট ২০২২’ চকদিগনগর স্পোর্টস ভিলেজে অনুষ্ঠিত এই সামিটে অংশ নিয়েছিলেন ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশের পঞ্চাশ জন যুবক যুবতী।
সামিটের উদবোধন করেন প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের গুনীজনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক ইত্যাদি বিষয়ে সেমিনারে অংশ নেন উপস্থিত প্রতিনিধিরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্লোবাল ইয়ুথ প্লাটফর্মের কো_অর্ডিনেটর অভিনব চৌধুরী।