
স্টিং নিউজ সার্ভিসঃ
লাইন্স ক্লাব অফ মায়াপুরের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবিকা তারান্নুম সুলতানা মীর বলেন, জোন-৩ -এর অধীন ১২টি ক্লাব নিয়ে আজকের এই অনুষ্ঠান। মূল আয়োজক ছিল আমাদের লাইন্স ক্লাব অফ মায়াপুর। এদিন আমরা ৩০০ জন দুঃস্থ মানুষকে শাড়ি, বেড কভার, মশারি দিয়েছি। এছাড়াও ৩০০ জনের ফ্রি ডায়াবেটিস চেক আপ শিবির করেছি। মাস্ক এবং স্যানিটাইজারও বিতরণ করেছি।
জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২টি ক্লাবের কর্মকর্তারা। ছিলেন তারান্নুম সুলতানা মীর, ভক্তি কুমুদপুরী মহারাজ, নরেন মোদক, বোধবিন্দু হাওলাদার, মীর সাহিনূর হক সহ বিশিষ্ট ব্যাক্তিরা।