স্টিং নিউজ সার্ভিসঃ নদিয়ায় ওসি থেকে আইসি থানায় উন্নিত হল চারটি থানা। ইতিমধ্যে পোস্টিংও হয়ে গিয়েছে চার আইসির।
সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার অধীন ওই চারটি থানা হল- চাপড়া, নাকাশিপাড়া, কৃষ্ণগঞ্জ ও করিমপুর। এই থানাগুলি ওসি থানা ছিল। কিন্তু এখন থেকে ওই থানাগুলি আইসি থানায় রূপান্তরিত হল।
পুলিশ প্রশাসন সূত্রে খবর, চাপড়া থানার আইসি করা হয়েছে জামাল হোসেনকে। তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ইন্সপেক্টর ছিলেন। নাকাশিপাড়ার আইসি করা হয়েছে তিরথেন্দু গাঙ্গুলিকে। তিনি ওয়েস্ট বেঙ্গল এসটিএফের পুলিশ ইন্সপেক্টর ছিলেন। আর কৃষ্ণগঞ্জের আইসি হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ ইন্সপেক্টর প্রসেনজিৎ চ্যাটার্জিকে। অন্যদিকে, করিমপুরের আইসি হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর মোহাই মেনুল হক।
গত ১৪ই জানুয়ারি একটি নোটিফিকেশন জারি করে ওইসব পুলিশ আধিকারিকদের পোস্টিং দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে।