Breaking
31 Mar 2025, Mon

বড়জোড়ার ট্রান্স দামোদর কোল প্রজেক্ট প্রাইভেট লিমিটেডে গণ ডেপুটেশন বিজেপি কর্মীদের

Advertisement

নরেশ ভকত, বাঁকুড়াঃ বড়জোর ট্রান্স দামোদর কোল প্রজেক্ট প্রাইভেট লিমিটেডে গণ ডেপুটেশন দিল বিজেপি কর্মীরা । একটি মিছিল করে তারা কারখানার গেটের সামনে জমায়েত হন এবং সেখানে বেশ কিছু সময় ধরে তাদের দাবি-দাওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন । মূলত তাদের দাবি 1 , অধিগ্রহণ পদ্ধতিতে জমির নতুন দাম ধার্য করতে হবে । 2 , ভূমি ও বাস্তুহারাদের দ্রুত পূনর্বাসন ও কর্মসংস্থানে ব্যবস্থা করতে হবে । 3 , এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।

4 , ক্ষেতমজুরদের 500 দিনের মজুরি দিতে হবে । 5 , বাড়ি ও জমির ক্ষতিপূরণের দ্রুত ব্যবস্থা করতে হবে । 6 , এলাকায় উন্নয়নের ব্যবস্থা করতে হবে । এই ধরনের একাধিক দাবি-দাওয়া নিয়ে তারা গণ ডেপুটেশনে সামিল হন । আজকের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি কার্তিক কুন্ডু , বড়জোরা মণ্ডল ওয়ানের বিজেপি সভাপতি সুভাষ মন্ডল , সাধারণ সম্পাদক বুধন মাঝি সহ একাধিক বিজেপি নেতৃত্ব ।

Advertisement
Advertisement
Developed by