Breaking
27 Apr 2025, Sun

কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার ও কবি সম্মেলন: কাব্যকন্ঠ সাহিত্য পত্রিকা

Advertisement

স্টিং নিউজ সার্ভিস:

নদিয়া জেলার কৃষ্ণনগর সংগ্রহশালার সেমিনার হলে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষ কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার প্রদান, সাহিত্য পত্রিকা প্রকাশ এবং কবি সম্মেলন। কাব্যকন্ঠ সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সাহিত্যিকদের এক মিলনমেলায় পরিণত হয়।

দুপুর ২:৩০-এ অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ও কবি জয়নাল আবেদিনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিন। দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অধ্যাপক ও প্রাবন্ধিক ড. দেবনারায়ন মোদক, কবি ও শিশুসাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ, কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়, অধ্যাপিকা ও প্রাবন্ধিক ড. দেবযানী ভৌমিক চক্রবর্তী, এবং কবি ও সম্পাদক নীলাদ্রি শেখর সরকার।

অনুষ্ঠানের শুরুতেই কাব্যকন্ঠের সম্পাদক দীনমহাম্মদ সেখ স্বাগত ভাষণ দেন। এদিন প্রয়াত কবি জয়নাল আবেদিনকে নিয়ে প্রকাশিত হয় বিশেষ সংখ্যা। “কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার ২০২৪” তুলে দেওয়া হয় বিশিষ্ট কবি, শিল্পী ও প্রাবন্ধিক জনসন সন্দীপকে। তার কাব্যগ্রন্থ ক্রিসমাসের চুমু-এর প্রকাশনা অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল।

স্বরচিত কবিতা পাঠ করেন অনুষ্ঠানে উপস্থিত কবিগণ। সঙ্গীত পরিবেশন করেন লোকবাউল নন্দন ও জারি শিল্পী আজিমউদ্দিন মন্ডল, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও সজীব করে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি দিলীপ দত্ত, রঞ্জনা বসু, ইকাবুল সেখ, সেরিনা খান, হজরত আলী, সঞ্জিত দত্ত, তরুণ কবি সেলিম সেখ, মোহাদ্দেস সেখ, মুক্তাদির হোসেনসহ প্রায় পঞ্চাশজন সাহিত্যিক।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিল্পী সাধন পাত্র। এই আয়োজন নদিয়ার সাহিত্যের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

Advertisement
Advertisement
Developed by