স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার সদর ১ নং চক্রের অন্তর্গত খাজুরী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিকনিক। গত ৬ ফেব্রুয়ারি, ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সুচনা হয়। প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে সারিবদ্ধ ভাবে পুরো গ্রাম ঘোরানো হয়। এই প্রভাত ফেরিতে খাজুরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অংশ নেন খাজুরী জুনিয়র হাই স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।
এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেনীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের গলায় মেডেল পড়িয়ে দেওয়া হয় ও তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়াও আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্ত বিদ্যালয়ের ১৫ জন ছাত্র ছাত্রীকে মেডেল দেওয়া হয় ।
পুরষ্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, কবিতা, অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বিদ্যালয়ের বহু ছাত্র ছাত্রী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সন্মানীয় ব্যাক্তি, অভিভাবক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী ও পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
শিক্ষক সুমন ভট্টাচার্য বলেন, অনুষ্ঠান শেষে আমরা সকল ছাত্র ছাত্রীদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। মেনুতে ছিল ভাত, মাংস, চাটনি ও নলেন গুড়ের রসগোল্লা।
বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা ঐশ্বর্য দাস বলেন, আমাদের অনুষ্ঠান সফল হয়েছে। ছাত্রছাত্রীরা খুবই খুশি।আমরা প্রতিবছর এই অনুষ্ঠান চালিয়ে যাবো।
এমন অনুষ্ঠান দেখে এলাকার মানুষজন স্বভাবতই খুশি। গ্রামবাসীদের বক্তব্য, ১৯৬১ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম এই ধরনের অনুষ্ঠান আয়োজিত হল।
স্টিং নিউজ সার্ভিস: গতকাল রবিবার নদিয়ার কালিগঞ্জের পলাশীতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মঞ্চে দেখা গেল মনসুর সেখকে। এদিন নদিয়া উত্তর…
স্টিং নিউজ সার্ভিস: ২৬ শের বিধানসভা ভোটের আগে নদিয়ার কৃষ্ণনগর ২নং ব্লকে তৃণমূল কংগ্রেসের জমি আরও শক্ত হল। শনিবার সন্ধ্যায়…
স্টিং নিউজ সার্ভিস: গত ২০ ও ২১শে জানুয়ারি নাকাশিপাড়ার ম্যাচপোতা উচ্চ বিদ্যালয়ে জমকালো ভাবে ৭৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।…
স্টিং নিউজ সার্ভিস: কৃষ্ণনগর পুলিশ জেলার নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিকের উদ্যোগে ধুবুলিয়া ট্রাফিক ইউনিট ও ধুবুলিয়া থানার যৌথ প্রচেষ্টায় আয়োজন করা…
স্টিং নিউজ সার্ভিস: অনুষ্ঠিত হতে চলেছে ধুবুলিয়ার ঘাটেশ্বর নাট্য সংঘের ৯১তম বার্ষিক উৎসব। উৎসব শুরু হবে ১০ জানুয়ারি থেকে, চলবে…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়া জেলার কৃষ্ণনগর সংগ্রহশালার সেমিনার হলে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষ কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার প্রদান, সাহিত্য…