স্টিং নিউজ সার্ভিস: ২৬ শের বিধানসভা ভোটের আগে নদিয়ার কৃষ্ণনগর ২নং ব্লকে তৃণমূল কংগ্রেসের জমি আরও শক্ত হল। শনিবার সন্ধ্যায় নওপাড়া-২ নং অঞ্চলে বিজেপি ও সিপিআই(এম-এল) সহ বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জানা গিয়েছে, নওপাড়া-২ -এর তৃণমূলের অঞ্চল সভাপতি জাহির মন্ডলের নেতৃত্বে এই সাফল্য এসেছে।
যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জিলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর-২ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় মুখার্জী, কৃষ্ণনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুচিত্রা বিশ্বাস, নওপাড়া-২ অঞ্চল সভাপতি জাহির মন্ডল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। এদিন সোনাতলা সর্দারপাড়ার এই অনুষ্ঠানে যোগ দেন ৩৭ নং বুথের বিজেপি সভাপতি অরুণ হাজরা, প্রাক্তন সিপিআই(এম-এল) সদসয সেন্টু হাজরা, সিপিআই(এম-এল) কর্মী শোভা হাজরা সহ শতাধিক কর্মী-সমর্থক।
এদিন, তৃণমূলের অঞ্চল সভাপতি জাহির মন্ডল স্টিং নিউজকে বলেন, “আজ বিজেপি ও সিপিআই(এম-এল) সহ বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। সোনাতলা, রূপদহ, পাথরাদহ, চুয়াখালি, কালিনগর, চরমহৎপুর গ্রাম থেকে মানুষেরা আসেন তৃণমূলে যোগ দিতে। মূলত মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হতে।”
অন্যদিকে, রাজনৈতিক ওয়াকিমহলের ধারণা, অঞ্চল সভাপতি জাহির মন্ডল যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাতে গত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল থেকে যারা বিমুখ হয়েছিলেন, এবার তারাও ফের তৃণমূলে ফিরে আসবেন।
মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও জাহির মন্ডলের উপরেই ভরসা রাখছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। গত পঞ্চায়েত ভোটে যেভাবে নওপাড়া-২ অঞ্চলে জাহির মন্ডল তৃণমূলের ধ্বসকে সামাল দিয়ে সাফল্য এনে দিয়েছিলেন তাতেই তার প্রতি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ভরসা আরও দ্বিগুন হয়ে যায়। এমনই ধারনা অনেকের। ব্লক তৃণমূলের মুখেও জাহিরের নেতৃত্বের প্রশংসা শোনা যায় প্রায়ই।
অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া: দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার একদিকে চলছে হিন্দুদের…
স্টিং নিউজ সার্ভিস: টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কায় মৃত্য হল এক শিশু সহ ৭ জনের। ঘটনায় জখম আরও অনেকে। শুক্রবার সকালে…
স্টিং নিউজ সার্ভিস: ১৩ মার্চ, বৃহস্পতিবার, নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। এই বিশেষ দিনে কলেজ প্রাঙ্গণ…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে মঙ্গলবার অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে অংশ নিতে দেখা যায়…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET ল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক ফুটবল টুর্নামেন্ট। এদিনের খেলায় কলেজের ছাত্রদের অংশগ্রহণ করতে…
স্টিং নিউজ সার্ভিস: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং সিবিআই (CBI) অফিসার উপেন বিশ্বাসের সল্টলেকের বাড়ির সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি। বেশ কিছু আইনজীবী…