স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত থানারপাড়া থানার উদ্যোগে বুধবার ‘উৎসর্গ’ প্রকল্পের আওতায় আয়োজিত হলো রক্তদান শিবির ও কম্বল বিতরণ কর্মসূচি। এই উদ্যোগের লক্ষ্য ছিল শীতার্ত স্থানীয় বাসিন্দাদের সাহায্য করা এবং স্বাস্থ্যসেবা প্রচেষ্টায় অবদান রাখা। রক্তদান শিবিরে ৫০ জন, যার মধ্যে ২৪ জন পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়ারও রক্তদান করেন।
প্রতিটি রক্তদাতাকে ধন্যবাদস্বরূপ একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়, যা পরিবেশ সচেতনতার পাশাপাশি মানবিকতার বার্তা তুলে ধরেছে। পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার এই উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।
শুধু রক্তদানেই সীমাবদ্ধ না থেকে থানারপাড়া থানার পুলিশ শীতার্ত স্থানীয় ৩৩০ জন বাসিন্দাকে কম্বল ও শীতবস্ত্র প্রদান করেছে, যাতে শীতকালে তারা কিছুটা স্বস্তি পায়। এই মানবিক পদক্ষেপটি পুলিশের সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতার প্রমাণ দেয় এবং পুলিশের জনসেবার অঙ্গীকারকে জোরদার করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি (গ্রামীণ) উত্তম ঘোষ, এসডিপিও (তেহট্ট) শুভতোষ সরকার, এবং সিআই (করিমপুর) সৌরভ কুমার বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। এই উদ্যোগে থানার সামাজিক উদ্যোগের গুরুত্বকে বাড়িয়ে তুলেছে এবং পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ককে তুলে ধরেছে। এলাকার মানুষ থানারপাড়া থানার পুলিশ ও স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে বলেন, এই ধরনের কার্যক্রম জেলাজুড়ে উদ্দীপনা সৃষ্টি করবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।
থানারপাড়া থানার এই মানবিক উদ্যোগটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যেখানে মানুষ পুলিশকে শুধুমাত্র আইনশৃঙ্খলার রক্ষক হিসেবেই নয়, জনস্বাস্থ্য ও কল্যাণের একজন দায়িত্বশীল সহযাত্রী হিসেবে দেখতে পাচ্ছেন।
অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া: দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার একদিকে চলছে হিন্দুদের…
স্টিং নিউজ সার্ভিস: টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কায় মৃত্য হল এক শিশু সহ ৭ জনের। ঘটনায় জখম আরও অনেকে। শুক্রবার সকালে…
স্টিং নিউজ সার্ভিস: ১৩ মার্চ, বৃহস্পতিবার, নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। এই বিশেষ দিনে কলেজ প্রাঙ্গণ…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে মঙ্গলবার অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে অংশ নিতে দেখা যায়…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET ল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক ফুটবল টুর্নামেন্ট। এদিনের খেলায় কলেজের ছাত্রদের অংশগ্রহণ করতে…
স্টিং নিউজ সার্ভিস: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং সিবিআই (CBI) অফিসার উপেন বিশ্বাসের সল্টলেকের বাড়ির সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি। বেশ কিছু আইনজীবী…