Categories: রাজ্য

স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের নামে বিশেষ পোস্টাল কভার প্রকাশিত হল কৃষ্ণনগরে

Advertisement
Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপনডেন্ট, নদিয়াঃ মহাষ্টমীর দিনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হল নদিয়ার কৃষ্ণনগরে। ভারত সরকারের ডাকবিভাগের আয়োজনে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে প্রকাশিত হল প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের নামে বিশেষ পোস্টাল কভার। ওই বিশেষ পোস্টাল কভারের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, নদিয়া নর্থ ডিভিশনের সুপারিনটেনডেন্ট অরূপ কুমার শীল, কলকাতা রিজনের পোস্ট মাস্টার জেনারেল নিরজ কুমার ও অ্যাসিসট্যান্ট ডিরেক্টর তুষার কান্তি চৌধুরী।


বীণা দাসকে ভারত সরকার পদ্মশ্রী দিলেও এতোদিনে তাঁর নামে কোনও স্মারক ডাকটিকিট ছিল না। এদিন তাঁর নামে স্পেশাল পোস্টাল কভার প্রকাশ করে ভারত সরকারের ডাক বিভাগ তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাল।
এমন একটি অনুষ্ঠান নদিয়ার কৃষ্ণনগরের মাটিতে আয়োজন করার জন্য ভারতীয় ডাকবিভাগকে ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধযায় যিনি নিজেও একজন কৃষ্ণনগরের মানুষ।


তমাল বন্দ্যোপাধ্যায় বলেন, বীনা দাসের উপর এই স্পেশাল পোস্টাল কভার প্রকাশ করার জন্য দুর্গাঅষ্টমীর মতো নারী শক্তির উদ্বোধনের দিনকে বেছে নেওয়া হয়েছে। সেজন্য আমি ভারতীয় ডাক বিভাগকে কৃতজ্ঞতা জানাই।


উল্লেখ্য, বীণা দাস একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি কলকাতা ইউনিভার্সিটি কনভোকেশন হলে তৎকালীন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পরপর পাঁচটি গুলি চালিয়েছিলেন। তিনি ইচ্ছে করেই লক্ষ্যভ্রষ্ট করেছিলেন নিজের প্রত্যেকটি শট। কারণ তাঁর লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তিভূমিতে আঘাত করা , কোনও ব্যক্তিকে নয়।


প্রসঙ্গত উল্লেখযোগ্য, তাঁর জন্ম নদিয়ার কৃষ্ণনগরে এবং তিনি ছিলেন কটক র‍্যাভেনশ কলিজিয়েট স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অগ্নিমন্ত্রে দীক্ষিত করা মহান শিক্ষক বেণীমাধব দাসের কন্যা। বীণা দাসের জন্মের সময় বেণীমাধব বাবু বদলি হয়ে এসেছিলেন কৃষ্ণনগর কলিজিয়েট স্কুলে।

Advertisement
Advertisement

Recent Posts

ওবিসি ইস্যুতে ফিরহাদ হাকিমের সঙ্গে প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের বৈঠক

স্টিং নিউজ সার্ভিস: ওবিসি (অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি) সংরক্ষণ বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা…

22 hours ago

কৃষ্ণনগরে যুবতীর দেহ উদ্ধারের মামলায় সরিয়ে দেওয়া হল তদন্তকারী অফিসারকে

স্টিং নিউজ সার্ভিস: কৃষ্ণনগরে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় তদন্তের দায়িত্বে বড়সড় পরিবর্তন আনা হলো। সরিয়ে দেওয়া হল তদন্তকারী অফিসারকে। এই…

4 days ago

প্রয়াত রতন টাটা: বয়সজনিত সমস্যায় মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ

স্টিং নিউজ সার্ভিস: বিশিষ্ট শিল্পপতি রতন টাটা মুম্বাইয়ের একটি হাসপাতালে বুধবার রাতে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।…

2 weeks ago

সন্দেশ খেয়েও কী ভাবে ডায়াবিটিস থাকবে নিয়ন্ত্রণে?

স্টিং নিউজ সার্ভিস: দুর্গাপুজোর আবহ মানেই ভূরিভোজের পর্ব শুরু। সকালে বিরিয়ানি তো রাতে চাইনিজ়। মাঝে টুকটাক খিদে পেলে রোল, ফিশ…

2 weeks ago

হরিয়ানা, জম্মু ও কাশ্মীরে সরকার গড়বে ‘ইন্ডিয়া’: খড়্গে

স্টিং নিউজ সার্ভিস: হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের জনাদেশ যাবে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষে। সোমবার এই দাবি করলেন কংগ্রেস…

2 weeks ago

বাংলাদেশের শাবলু শাহাবউদ্দিনের একটি গল্প ‘মৃত্যুদণ্ড’

গ্রামের বৈচিত্র্যময় জীবন যাপনের গল্প শুনে শুনে শহরে বড় হয়েছে ছেলেটি। বাবা মায়ের চাকরির সুবাদে গ্রামের মুখ আর তার দেখা…

2 weeks ago