Categories: রাজ্য

স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের নামে বিশেষ পোস্টাল কভার প্রকাশিত হল কৃষ্ণনগরে

Advertisement
Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপনডেন্ট, নদিয়াঃ মহাষ্টমীর দিনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হল নদিয়ার কৃষ্ণনগরে। ভারত সরকারের ডাকবিভাগের আয়োজনে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে প্রকাশিত হল প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের নামে বিশেষ পোস্টাল কভার। ওই বিশেষ পোস্টাল কভারের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, নদিয়া নর্থ ডিভিশনের সুপারিনটেনডেন্ট অরূপ কুমার শীল, কলকাতা রিজনের পোস্ট মাস্টার জেনারেল নিরজ কুমার ও অ্যাসিসট্যান্ট ডিরেক্টর তুষার কান্তি চৌধুরী।


বীণা দাসকে ভারত সরকার পদ্মশ্রী দিলেও এতোদিনে তাঁর নামে কোনও স্মারক ডাকটিকিট ছিল না। এদিন তাঁর নামে স্পেশাল পোস্টাল কভার প্রকাশ করে ভারত সরকারের ডাক বিভাগ তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাল।
এমন একটি অনুষ্ঠান নদিয়ার কৃষ্ণনগরের মাটিতে আয়োজন করার জন্য ভারতীয় ডাকবিভাগকে ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধযায় যিনি নিজেও একজন কৃষ্ণনগরের মানুষ।


তমাল বন্দ্যোপাধ্যায় বলেন, বীনা দাসের উপর এই স্পেশাল পোস্টাল কভার প্রকাশ করার জন্য দুর্গাঅষ্টমীর মতো নারী শক্তির উদ্বোধনের দিনকে বেছে নেওয়া হয়েছে। সেজন্য আমি ভারতীয় ডাক বিভাগকে কৃতজ্ঞতা জানাই।


উল্লেখ্য, বীণা দাস একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি কলকাতা ইউনিভার্সিটি কনভোকেশন হলে তৎকালীন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পরপর পাঁচটি গুলি চালিয়েছিলেন। তিনি ইচ্ছে করেই লক্ষ্যভ্রষ্ট করেছিলেন নিজের প্রত্যেকটি শট। কারণ তাঁর লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তিভূমিতে আঘাত করা , কোনও ব্যক্তিকে নয়।


প্রসঙ্গত উল্লেখযোগ্য, তাঁর জন্ম নদিয়ার কৃষ্ণনগরে এবং তিনি ছিলেন কটক র‍্যাভেনশ কলিজিয়েট স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অগ্নিমন্ত্রে দীক্ষিত করা মহান শিক্ষক বেণীমাধব দাসের কন্যা। বীণা দাসের জন্মের সময় বেণীমাধব বাবু বদলি হয়ে এসেছিলেন কৃষ্ণনগর কলিজিয়েট স্কুলে।

Advertisement
Advertisement

Recent Posts

প্রয়াত দাদুর স্মৃতিতে রক্তদান শিবির নাতির

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামে দাদুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন নাতি। আর এমন যোগ্য নাতির প্রংশাংয় পঞ্চমুখ…

3 days ago

ইউটিউবার কিরণ দত্তের মানবিক মুখ, এগিয়ে এলেন দুঃস্থদের সাহায্যে

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার সাথী ক্লাবের কালীপুজোর বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মতো এক মানবিক উদ্যোগে অংশ নিলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ…

3 weeks ago

থানারপাড়া থানার রক্তদান ও কম্বল বিতরণ কর্মসূচি, ৩৩০ জন দুঃস্থ বাসিন্দার পাশে দাঁড়াল পুলিশ

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত থানারপাড়া থানার উদ্যোগে বুধবার ‘উৎসর্গ’ প্রকল্পের আওতায় আয়োজিত হলো রক্তদান শিবির ও…

3 weeks ago

কৃষ্ণনগর: প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সফল কায়াক অভিযান, সমাপ্ত চার দিনের নদী সচেতনতা যাত্রা

স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর বিসর্জন ঘাটে সমাপ্ত হল চার দিনের নদী সচেতনতা কায়াক অভিযান। প্রাকৃতিক দুর্যোগের বাধা সত্ত্বেও,…

4 weeks ago

জলঙ্গী নদী বাঁচাতে কায়াক অভিযান শুরু, পরিবেশ রক্ষার বার্তা

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ করেসপনডেন্ট, তেহট্ট: নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুরু হলো এক…

4 weeks ago

ওবিসি ইস্যুতে ফিরহাদ হাকিমের সঙ্গে প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের বৈঠক

স্টিং নিউজ সার্ভিস: ওবিসি (অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি) সংরক্ষণ বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা…

1 month ago