স্টিং নিউজ সার্ভিসঃ এক জায়গায় সব ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র স্পোর্টস ভিলেজের আনুষ্ঠানিক সূচনা হল স্বাধীনতা দিবসে।
নদীয়ার সদর শহর কৃষ্ণনগরের অদূরে চকদিগনগর গ্রামে দশ বিঘে জায়গা জুড়ে সবুজ গাছগাছালির মনোরম পরিবেশে এমন স্পোর্টস ভিলেজের ভাবনা অনন্য তো বটেই, এরাজ্যে আর কোথাও আছে কিনা সন্দেহ।
একই জায়গায় পূর্বভারতের প্রথম অত্যাধুনিক রোলিং স্কেটিং বেন্ড রিংক, স্যুইমিং পুল, রাইফেল শ্যুটিং রেঞ্জ, তীরন্দাজি, টেবিল টেনিস, খোখো-কাবাডি, ক্যারাটে ইত্যাদির ব্যবস্থাপনা ইতিমধ্যেই চূড়ান্ত। প্রস্তুতি চলছে লাইব্রেরী, এম্পিথিয়েটার, আর্ট গ্যালারী, বিজ্ঞানকেন্দ্র, ফুটবল, ক্রিকেট, হকি সহ অন্যান্য নানা বিষয়ের।
এতবড় এই কর্মযজ্ঞের অন্যতম রূপকার যোগেশ রায় আনুষ্ঠানিক উদবোধনের দশ দিন আগেই আকস্মিকভাবে প্রয়াত হন। তার মরদেহ মেডিকেল কলেজে দান করার পরে স্পোর্টস ভিলেজ ট্রাস্টের অন্যান্য ট্রাস্টিরা এতটুকু দমে না গিয়ে তাঁর স্বপ্নকে সফল করে তোলেন।
উদবোধন করেন আইনজীবী সাংসদ, কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক কান্তি গাঙ্গুলী। বিশেষ অতিথি ছিলেন সাঁতারু সায়নি দাস, টেনিস কোচ ভারতী ঘোষ, জেলা ক্রীড়া আধিকারিক গৌরাঙ্গ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক রমা বিশ্বাস সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে দশ হাজার টাকা প্রতিবন্ধী সম্মিলনীর হাতে তুলে দেওয়া হয়। বহু মানুষ মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন।
কিশোর বাহিনী, সব পেয়েছির আসর সহ অন্যান্য বহু সংগঠনের সদস্যরা বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
সম্পূর্ণ এই স্পোর্টস ভিলেজ নির্মানের কারিগর শ্রমিকদের বিশেষভাবে সম্মানিত করেন
উদবোধক বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
উদবোধক বলেন, কলকাতা থেকে এত দূরে গ্রামের ভিতরে এমন স্পোর্টস ভিলেজের নির্মান আগামীদিনে ক্রীড়ার বিকাশের সহায়ক হবে।
কান্তি গাঙ্গুলী বলেন, এমন স্পোর্টস ভিলেজের মত পরিকাঠামো আরও গড়ে ওঠা প্রয়োজন। তবেই আরও নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে।
জেলা ক্রীড়া আধিকারিক গৌরাঙ্গ বিশ্বাস বলেন, আমরা জেলার বিভিন্ন বিদ্যালয়গুলোকে বলব স্পোর্টস ভিলেজের এই পরিকাঠামোকে ব্যবহার করতে।
সাঁতারু সায়নি দাস বলেন, খেললে পড়াশুনোর ক্ষতি হবে, এমন ভাবনা ভুল। একইসাথে খেলাধুলা ও পড়াশুনোয় ভাল হওয়া সম্ভব।
স্পোর্টস ভিলেজের সম্পাদক দীপক রায় স্বাগত ভাষনে বলেন, ক্রীড়া ও সংস্কৃতির ধারাবাহিক চর্চাকেন্দ্র হিসাবে সমাজের সব অংশের মানুষ এখানে প্রশিক্ষণ নিতে পারবে।
স্পোর্টস ভিলেজের সভাপতি অমিতাভ চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামে দাদুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন নাতি। আর এমন যোগ্য নাতির প্রংশাংয় পঞ্চমুখ…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার সাথী ক্লাবের কালীপুজোর বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মতো এক মানবিক উদ্যোগে অংশ নিলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত থানারপাড়া থানার উদ্যোগে বুধবার ‘উৎসর্গ’ প্রকল্পের আওতায় আয়োজিত হলো রক্তদান শিবির ও…
স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর বিসর্জন ঘাটে সমাপ্ত হল চার দিনের নদী সচেতনতা কায়াক অভিযান। প্রাকৃতিক দুর্যোগের বাধা সত্ত্বেও,…
সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ করেসপনডেন্ট, তেহট্ট: নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুরু হলো এক…
স্টিং নিউজ সার্ভিস: ওবিসি (অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি) সংরক্ষণ বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা…