কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা নাকাশিপাড়ায়

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ বাড়তি পণের দাবি ও কন্যা সন্তান জন্ম হওয়ায় ঘুমন্ত গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার নাকাশিপাড়ার শালিকগ্রাম এলাকায়। অভিযোগের তীর স্বামী সহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে। অভিযোগ করেছেন গৃহবধূর পিতা আকুল মণ্ডল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ।

জানা গিয়েছে, গৃহবধূ সুরজিনা বিবি’র বাড়ি ধুবুলিয়া থানার রুকুনপুর গ্রামে। তিন বছর আগে বিয়ে হয় নাকাশিপাড়া থানা এলাকার শালিকগ্রাম গ্রামের যুবক আজিম সেখের সঙ্গে। বিবাহের সময় পণ দিয়েই মেয়ের বিয়ে দিয়েছিল বলে তার বাবার আকুল মন্ডলের দাবি। বেশ কয়েক মাস থেকে বাড়তি পণ হিসেবে মোটর সাইকেল দাবি করে গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী আজিম সেখ সহ শ্বশুরবাড়ির সদস্যরা। এমনই অভিযোগ সুরজিনা’র বাড়ির লোকেদের।

অন্যদিকে, সুরজিনা বিবির কন্যা সন্তান জন্ম হওয়ায় অত্যাচার আরও বেড়ে যায় শ্বশুর বাড়ির পক্ষ থেকে। কন্যা সন্তানের বয়স দশ মাস।

নির্যাতিতা গৃহবধূর বাবার অভিযোগ, মেয়ের শশুর বাড়ির লোকজন চেয়েছিল তাদের বংশে ছেলে সন্তানের জন্ম হোক। কিন্তু মেয়ে হওয়ায় অসন্তোষ বাড়ে।

অভিযোগ, বাড়তি পনের দাবি করা টাকা না পাওয়ায় ও কন্যা সন্তান জন্ম দেওয়ার রাগে রাত ৮ টা নাগাদ গৃহবধূ সুরজিনা ঘুমিয়ে থাকার সময় স্বামী সহ পরিবারের সদস্যরা মিলে আগুন ধরিয়ে দেয় সুরজিনা গায়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে গুরুতর আহত সুরজিনা বিবিকে নদিয়ার শক্তিনগর হাসপাতালে নিয়ে যায় ওই পরিবারেরই এক সদস্য। দেহের সিংহভাগই পুড়ে যায় তার। এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ।

এদিকে নাকাশিপাড়া থানা পুলিশ সূত্রে খবর, গৃহবধূ সুরজিনা বিবিকে নির্যাতন ও প্রাণে মেরে ফেলার চেষ্টায় স্বামী সহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাবা আকুল মণ্ডল।

তবে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শ্বশুর বাড়ির কারা কারা গায়ে আগুন ধরিয়ে দিয়েছে? হাসপাতালের বেডে শুয়ে তাও একটি ভিডিওতে সুরজিনা বিবি বলেছেন। সেই ভিডিও স্টিং নিউজ সহ জেলার অন্যান্য সাংবাদিকদের কাছেও এসেছে।

ঘটনার তদন্তে নেমেছেন নাকাশিপাড়া থানার পুলিশ।

Advertisement
Advertisement

Recent Posts

প্রয়াত দাদুর স্মৃতিতে রক্তদান শিবির নাতির

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামে দাদুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন নাতি। আর এমন যোগ্য নাতির প্রংশাংয় পঞ্চমুখ…

3 days ago

ইউটিউবার কিরণ দত্তের মানবিক মুখ, এগিয়ে এলেন দুঃস্থদের সাহায্যে

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার সাথী ক্লাবের কালীপুজোর বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মতো এক মানবিক উদ্যোগে অংশ নিলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ…

3 weeks ago

থানারপাড়া থানার রক্তদান ও কম্বল বিতরণ কর্মসূচি, ৩৩০ জন দুঃস্থ বাসিন্দার পাশে দাঁড়াল পুলিশ

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত থানারপাড়া থানার উদ্যোগে বুধবার ‘উৎসর্গ’ প্রকল্পের আওতায় আয়োজিত হলো রক্তদান শিবির ও…

3 weeks ago

কৃষ্ণনগর: প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সফল কায়াক অভিযান, সমাপ্ত চার দিনের নদী সচেতনতা যাত্রা

স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর বিসর্জন ঘাটে সমাপ্ত হল চার দিনের নদী সচেতনতা কায়াক অভিযান। প্রাকৃতিক দুর্যোগের বাধা সত্ত্বেও,…

4 weeks ago

জলঙ্গী নদী বাঁচাতে কায়াক অভিযান শুরু, পরিবেশ রক্ষার বার্তা

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ করেসপনডেন্ট, তেহট্ট: নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুরু হলো এক…

4 weeks ago

ওবিসি ইস্যুতে ফিরহাদ হাকিমের সঙ্গে প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের বৈঠক

স্টিং নিউজ সার্ভিস: ওবিসি (অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি) সংরক্ষণ বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা…

1 month ago