Categories: রাজ্য

সোনডাঙ্গায় আট দলীয় ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী নতুনগ্রাম কল্যাণ সংঘ

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস, ধুবুলিয়া, নদিয়াঃ আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হল নতুনগ্রাম কল্যাণ সঙ্ঘ। এদিন বিকেলে কৃষ্ণনগর দুই নং ব্লকের সোনডাঙ্গা যুবক সঙ্ঘের পরিচালনায় জুবিলী ক্লাব ময়দানে ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি ম্যাচে ১ -০ গোলে মোল্লাপাড়া মুক্তিদূত ক্লাবকে হারিয়ে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মায়াপুর নতুনগ্রাম কল্যাণ সংঘ।

খেলার প্রথম অর্ধে এগারো মিনিটের মাথায় নতুনগ্রাম কল্যাণ সঙ্ঘের পক্ষে জয়সূচক গোলটি করে নাইজিরিয়ান স্ট্রাইকার প্যানিস। উদ্যোক্তাদের পক্ষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসাবে চল্লিশ হাজার টাকা নগদ পুরস্কারের পাশাপাশি একটি ফেরতযোগ্য ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয়। বিজিত দল মোল্লাপাড়া মুক্তিদূত ক্লাবের হাতে তুলে দেওয়া হয়, নগদ তিরিশ হাজার টাকা ও একটি ফেরতযোগ্য ট্রফি।

এছাড়াও ম্যান অফ দি ম্যাচ, সেরা গোলরক্ষক, ম্যান অফ দি টুর্নামেন্ট এবং সেরা পুরুষ ও মহিলা দর্শককেও পুরস্কৃত করা হয়। তার আগে এদিনের এই আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা জিলা পরিষদের কর্মাধক্ষ তারান্নুম সুলতানা।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বস, বিশিষ্ট শিক্ষক, কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম, তৃণমূলের নদীয়া জেলা শিক্ষা সেলের সভাপতি জয়ন্ত সাহা, সুব্রত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে দিনভর জুবিলী ক্লাব ময়দানে ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফাইনালের আগে ভেটারেন্স প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উদ্যোক্তারা। সেখানে আয়োজক দল যুবক সঙ্ঘের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ইসকন মায়াপুর। খেলায় মায়াপুর ইসকন ১ -০ গোলে উদ্যোক্তা যুবক সঙ্ঘকে হারিয়ে দেয়। ইসকনের হয়ে মাঠে নেমে দর্শকদের মন জয় করে নেন বর্তমান ইসকনের অন্যতম প্রধান জনসংযোগ আধিকারিক আলয় গোবিন্দ দাস।

টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষতার সঙ্গে খেলার ধারাবিবরণী দেন যুবক সঙ্ঘের সদস্য তথা কৃষ্ণনগর একাডেমি স্কুলের শিক্ষক গিয়াসউদ্দিন মোল্লা।

Advertisement
Advertisement

Recent Posts

প্রয়াত দাদুর স্মৃতিতে রক্তদান শিবির নাতির

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামে দাদুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন নাতি। আর এমন যোগ্য নাতির প্রংশাংয় পঞ্চমুখ…

3 days ago

ইউটিউবার কিরণ দত্তের মানবিক মুখ, এগিয়ে এলেন দুঃস্থদের সাহায্যে

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার সাথী ক্লাবের কালীপুজোর বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মতো এক মানবিক উদ্যোগে অংশ নিলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ…

3 weeks ago

থানারপাড়া থানার রক্তদান ও কম্বল বিতরণ কর্মসূচি, ৩৩০ জন দুঃস্থ বাসিন্দার পাশে দাঁড়াল পুলিশ

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত থানারপাড়া থানার উদ্যোগে বুধবার ‘উৎসর্গ’ প্রকল্পের আওতায় আয়োজিত হলো রক্তদান শিবির ও…

3 weeks ago

কৃষ্ণনগর: প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সফল কায়াক অভিযান, সমাপ্ত চার দিনের নদী সচেতনতা যাত্রা

স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর বিসর্জন ঘাটে সমাপ্ত হল চার দিনের নদী সচেতনতা কায়াক অভিযান। প্রাকৃতিক দুর্যোগের বাধা সত্ত্বেও,…

4 weeks ago

জলঙ্গী নদী বাঁচাতে কায়াক অভিযান শুরু, পরিবেশ রক্ষার বার্তা

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ করেসপনডেন্ট, তেহট্ট: নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুরু হলো এক…

1 month ago

ওবিসি ইস্যুতে ফিরহাদ হাকিমের সঙ্গে প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের বৈঠক

স্টিং নিউজ সার্ভিস: ওবিসি (অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি) সংরক্ষণ বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা…

1 month ago