স্টিং নিউজ সার্ভিস: গতকাল রবিবার নদিয়ার কালিগঞ্জের পলাশীতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মঞ্চে দেখা গেল মনসুর সেখকে। এদিন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কালিগঞ্জের তৃণমূল বিধায়ক প্রয়াত নাসির উদ্দিন আহমেদ (লাল) -এর স্মরণ সভার আয়োজন করা হয়। আর সেই স্মরণ সভা মঞ্চে যথারীতি আসন পেলেন মনসুর সেখ। যদিও তিনি কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে এখনও তৃণমূলে যোগ দেন নি। অনেকের মতে, মনসুর সেখের তৃণমূলে যোগ দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এর আগেও তাকে মুড়াগাছায় একটি অরাজনৈতিক মঞ্চে নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁর’ সাথে দেখা গিয়েছিল।
রাজনৈতিক মহল মনে করছে, মনসুর সেখ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ না দিয়েই যদি মহুয়ার সঙ্গে একই মঞ্চে আসন পেয়ে যান। তাহলে আগামীদিনে তৃণমূলে যোগ দিলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মনসুর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।
জানা গিয়েছে, মনসুর সেখ নিজের শত শত অনুগামীদের নিয়ে হাজির হন ওই স্মরণ সভায়। তিনি বলেন, ” আমি মহুয়া মৈত্রের কাছ থেকে একটি মেসেজ পাই। তিনি লোকজন নিয়ে স্মরণ সভায় উপস্থিত থাকার কথা বলেছিলেন। তাই আমি প্রায় ১০০টি ছোটো গাড়িতে করে এক হাজার লোক নিয়ে আমি এই স্মরণ সভায় যোগ দিতে এসেছি।”
সূত্রের খবর, কৃষ্ণনগর-২ নং ব্লকের বেশকিছু তৃণমূল নেতা মনসুর সেখের তৃণমূলে আসা আটকাতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের দাবি, মনসুর সেখকে কিছুতেই তৃণমূলে নেওয়া যাবে না। যারা তার তৃণমূলে আসা আটকাতে চাইছেন তারা বেশীর ভাগই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ঘনিষ্ঠ।
অন্যদিকে, মনসুর সেখ ইতিমধ্যে মহুয়াপন্থী বলে এলাকায় বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। তিনি মহুয়ার হাত ধরেই তৃণমূলে প্রবেশ করতে চান বলে সূত্রের খবর।
রাজনৈতিক মহলের আরও দাবি, কৃষ্ণনগর-২ নং ব্লকে যারা তৃণমূল করেন তারা প্রায় সকলেই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের অনুগামী। মনসুর সেখ তৃণমূলে যোগ দিলে তিনি মহুয়ার অনুগামী হয়েই থাকবেন। ফলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি চাপড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়ার মতই হবে। কেউ বিধায়ক পন্থী, কেউ সাংসদ পন্থী। পাশাপাশি, কৃষ্ণনগর-২ নং ব্লক তৃণমূলেও অন্য রাজনৈতিক মোড় নিতে পারে।
সূত্রের আরও খবর, যারা গত পঞ্চায়েত ভোটে কৃষ্ণনগর-২ নং ব্লকে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছিলেন তারা মনসুরের নেতৃত্বে মহুয়াপন্থী হয়ে ফের তৃণমূলে ফিরবেন।
এখন দেখার বিষয়, মনসুর কবে, কোথায়, কিভাবে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন !
উল্লেখ্য, মনসুরের বাড়ি ধুবুলিয়ার বটতলায়। তিনি গত পঞ্চায়েত ভোটে কৃষ্ণনগর-২ নং ব্লকের একটি জিলা পরিষদ আসনে তৃণমূলের নজরুল বিশ্বাসের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।
অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া: দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার একদিকে চলছে হিন্দুদের…
স্টিং নিউজ সার্ভিস: টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কায় মৃত্য হল এক শিশু সহ ৭ জনের। ঘটনায় জখম আরও অনেকে। শুক্রবার সকালে…
স্টিং নিউজ সার্ভিস: ১৩ মার্চ, বৃহস্পতিবার, নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। এই বিশেষ দিনে কলেজ প্রাঙ্গণ…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে মঙ্গলবার অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে অংশ নিতে দেখা যায়…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET ল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক ফুটবল টুর্নামেন্ট। এদিনের খেলায় কলেজের ছাত্রদের অংশগ্রহণ করতে…
স্টিং নিউজ সার্ভিস: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং সিবিআই (CBI) অফিসার উপেন বিশ্বাসের সল্টলেকের বাড়ির সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি। বেশ কিছু আইনজীবী…