স্টিং নিউজ সার্ভিস: গত ২০ ও ২১শে জানুয়ারি নাকাশিপাড়ার ম্যাচপোতা উচ্চ বিদ্যালয়ে জমকালো ভাবে ৭৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রভাতফেরীর মাধ্যমে, যা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর, প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আকবর আলী, এবং সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক এনামুল হক।
এই বিশেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক সম্মানিত ব্যক্তিত্ব। বিধায়ক ড. মানিক ভট্টাচার্য, ধনঞ্জপুর পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা হালদার, নাকাশিপাড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুকান্ত সরকার, এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ওয়াছের আলী সহ আরও অনেক গুণী ব্যক্তি। এছাড়াও, বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিন, কবি শ্যামাপ্রসাদ ঘোষ, কবি নীলাদ্রি শেখর সরকার, চৈতন্য দাশ, দীনমহাম্মদ সেখ, বাচিক শিল্পী তাপসী সিংহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুদিনব্যাপী এ অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কবি সম্মেলন, নাটক ইত্যাদি অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটায়। সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠানে “মনপাখি” দল পারফর্ম করে, যা দর্শকদের মন জয় করে।
৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়, যা প্রকাশ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মঞ্চে “বাল্যবিবাহ রোধ” নামক নাটক প্রদর্শন করে, যা বর্তমান সমাজের গুরুত্বপূর্ণ একটি ইস্যু তুলে ধরে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকেরা তাদের স্মৃতিচারণা করেন এবং প্রতিষ্ঠানটির অগ্রগতির কথা তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়ব্রত বিশ্বাস মহাশয় তার ভাষণে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। তিনি বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, এবং স্কুল কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল অতুলনীয়।
এটি ছিল এক স্মরণীয় এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের দিন, যা ম্যাচপোতা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ এবং সফল পথচলার এক নতুন দিগন্ত উন্মোচন করল।
অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া: দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার একদিকে চলছে হিন্দুদের…
স্টিং নিউজ সার্ভিস: টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কায় মৃত্য হল এক শিশু সহ ৭ জনের। ঘটনায় জখম আরও অনেকে। শুক্রবার সকালে…
স্টিং নিউজ সার্ভিস: ১৩ মার্চ, বৃহস্পতিবার, নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। এই বিশেষ দিনে কলেজ প্রাঙ্গণ…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে মঙ্গলবার অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে অংশ নিতে দেখা যায়…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET ল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক ফুটবল টুর্নামেন্ট। এদিনের খেলায় কলেজের ছাত্রদের অংশগ্রহণ করতে…
স্টিং নিউজ সার্ভিস: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং সিবিআই (CBI) অফিসার উপেন বিশ্বাসের সল্টলেকের বাড়ির সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি। বেশ কিছু আইনজীবী…