Categories: রাজ্য

সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি প্রচারে ধুবুলিয়ায় সচেতনতামূলক সভা ও পদযাত্রা, অংশ নিল স্থানীয় স্কুলের ছাত্রীরা

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: কৃষ্ণনগর পুলিশ জেলার নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিকের উদ্যোগে ধুবুলিয়া ট্রাফিক ইউনিট ও ধুবুলিয়া থানার যৌথ প্রচেষ্টায় আয়োজন করা হয় সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি। বুধবার সকালে ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এই কর্মসূচি সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা হয়।

প্রথমে, বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক আধিকারিক শুভঙ্কর চ্যাটার্জি, ধুবুলিয়া ট্রাফিক আধিকারিক সুমন কুমার বণিক এবং ধুবুলিয়া থানার পুলিশ আধিকারিক রামপ্রসাদ মাল সহ একাধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভায় মোটরবাইক চালানোর নিয়ম এবং সেফ ড্রাইভিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে গভীর আলোচনা করা হয়।

সভা শেষে ছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা এনইচ-১২ বরাবর ধুবুলিয়া বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়ে ফিরে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী  প্রত্যেক ছাত্রীদের হাতে ক্যাডবেরি চকোলেট তুলে দেওয়া হয়।

নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক আধিকারিক শুভঙ্কর চ্যাটার্জি বক্তব্যে বলেন, “আমরা চাই, এই বার্তাগুলি শুধু ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তারা যেন তাদের পরিবারে এই সচেতনতা পৌঁছে দেয়।” বিশেষত, বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব বেশি করে বোঝানো হয়, যাতে মহিলারা স্কুটি চালানোর সময় হেলমেট ব্যবহার করতে সচেতন হন।

ধুবুলিয়া ট্রাফিক আধিকারিক সুমন কুমার বণিক বলেন, একটি বাইকে দুইজনের বেশি কখনই ওঠা যাবে না। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চালকের। পলিউশন ও ইন্সুরেন্স সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এনএইচ-১২ –এ দুর্ঘটনা কমানোই আমাদের লক্ষ্য।

অন্যদিকে, ধুবুলিয়া থানার পুলিশ আধিকারিক রামপ্রসাদ মাল জানান, ট্রাফিক আইন মেনে বাইক চালাতে হবে সকলকে। কোনো অজুহাত দেখানো চলবে না। বেশি স্পিডে কখনই গাড়ি চালানো ঠিক নয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ধুবুলিয়ার বুক চিরে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে- এনএইচ-১২ যার আগে নাম ছিল এনএইচ-৩৪। এই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে বিনা হেলমেটে বাইক চালানো খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দূর্ঘটনা। তাই বাইক আরোহীদের জীবন বাঁচাতে সেফ ড্রাইভ সেভ লাইফের মতো কর্মসূচি বাস্তবায়নে উদ্যগী হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার ট্রাফিক পুলিশ।

Advertisement
Advertisement

Recent Posts

ধুবুলিয়ার ঘাটেশ্বর নাট্য সংঘের ৯১তম বার্ষিক উৎসব (১০-১২ জানুয়ারি)

স্টিং নিউজ সার্ভিস: অনুষ্ঠিত হতে চলেছে ধুবুলিয়ার ঘাটেশ্বর নাট্য সংঘের ৯১তম বার্ষিক উৎসব। উৎসব শুরু হবে ১০ জানুয়ারি থেকে, চলবে…

4 days ago

কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার ও কবি সম্মেলন: কাব্যকন্ঠ সাহিত্য পত্রিকা

স্টিং নিউজ সার্ভিস: নদিয়া জেলার কৃষ্ণনগর সংগ্রহশালার সেমিনার হলে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষ কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার প্রদান, সাহিত্য…

2 weeks ago

নদিয়ার চাপড়ায় শুরু হতে চলেছে লাখ টাকার ক্রিকেট কলিঙ্গ কাপ

স্টিং নিউজ সার্ভিস: রাজ্যের চারিদিকে যখন বিভিন্ন গ্রামগঞ্জে শীতের মরসুম জুড়ে চলছে নকআউট ফুটবল প্রতিযোগিতা, ঠিক তারই মাঝে এক বিরাট…

4 weeks ago

কালীগঞ্জের মীরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইবাদুর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

স্টিং নিউজ সার্ভিস: নদীয়ার কালীগঞ্জ থানার মীরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ৯ ডিসেম্বর…

1 month ago

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতা

স্টিং নিউজ সার্ভিস: ভাষাচার্যের জন্মদিনকে সামনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শুরু হল সুনীতিকুমার স্মারক বক্তৃতা। “সুনীতিকুমার জাতীয় অধ্যাপক ও ভাষা…

1 month ago

প্রয়াত দাদুর স্মৃতিতে রক্তদান শিবির নাতির

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামে দাদুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন নাতি। আর এমন যোগ্য নাতির প্রংশাংয় পঞ্চমুখ…

2 months ago