Categories: রাজ্য

ধুবুলিয়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা, গুরুতর জখম দুই কন্যা

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ স্ত্রীকে পুড়িয়ে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠলো এক ব্যক্তির অভিযোগ। ঘটনায় গুরুতর জখম দুই নাবালিকা কন্যা।

রবিবার রাত ১০ঃ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার ১৯ নং শারদা পল্লীতে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সীমা বাসফোর (২৩)। আহত দুই কন্যার নাম বিন্দিয়া বাসফোর (৬) ও সান্ধিয়া বাসফোর (৩)। সকলের বাড়ি ধুবুলিয়ার ১৯ নং শারদাপল্লীতে।

সূত্রের খবর, বছর আটেক আগে ধুবুলিয়া টিবি হাসপাতাল এলাকার সীমার সাথে বিয়ে হয় ১৯ নং শারদা পল্লীর রাজা বাসফোরের সঙ্গে। রাজা বাসফোর পেশায় দিনমজুর। বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে একাধিক বিষয়ে ঝামেলা লেগে থাকতো।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রবিবার রাত ১০ঃ৩০ নাগাদ তাদের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। তারই মাঝে রাজা বাসফোর ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গুরুতরভাবে আঘাত করে কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে জ্বালিয়ে দেয়। অন্যদিকে, দুই নাবালিকা কন্যাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে নিজেও গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে রাজা বাসফোর।

প্রতিবেশীরা পোড়ার গন্ধ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সীমা ও রাজাকে তড়িঘড়ি ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা সীমাকে মৃত বলে ঘোষণা করেন এবং রাজাকে কৃষ্ণনগরে শক্তিনগর হাসপাতালে গুরুতর অবস্থায় পাঠানো হয়।

অন্যদিকে, দুই নাবালিকা কন্যাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকেও ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে ফের তাদের কলকাতা এনআরএসে পাঠানো হয়।

সীমার ভাই স্থানীয় ধুবুলিয়া থানায় রাজা বাসফোরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।

Advertisement
Advertisement

Recent Posts

প্রয়াত দাদুর স্মৃতিতে রক্তদান শিবির নাতির

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামে দাদুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন নাতি। আর এমন যোগ্য নাতির প্রংশাংয় পঞ্চমুখ…

1 week ago

ইউটিউবার কিরণ দত্তের মানবিক মুখ, এগিয়ে এলেন দুঃস্থদের সাহায্যে

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার সাথী ক্লাবের কালীপুজোর বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মতো এক মানবিক উদ্যোগে অংশ নিলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ…

4 weeks ago

থানারপাড়া থানার রক্তদান ও কম্বল বিতরণ কর্মসূচি, ৩৩০ জন দুঃস্থ বাসিন্দার পাশে দাঁড়াল পুলিশ

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত থানারপাড়া থানার উদ্যোগে বুধবার ‘উৎসর্গ’ প্রকল্পের আওতায় আয়োজিত হলো রক্তদান শিবির ও…

4 weeks ago

কৃষ্ণনগর: প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সফল কায়াক অভিযান, সমাপ্ত চার দিনের নদী সচেতনতা যাত্রা

স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর বিসর্জন ঘাটে সমাপ্ত হল চার দিনের নদী সচেতনতা কায়াক অভিযান। প্রাকৃতিক দুর্যোগের বাধা সত্ত্বেও,…

1 month ago

জলঙ্গী নদী বাঁচাতে কায়াক অভিযান শুরু, পরিবেশ রক্ষার বার্তা

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ করেসপনডেন্ট, তেহট্ট: নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুরু হলো এক…

1 month ago

ওবিসি ইস্যুতে ফিরহাদ হাকিমের সঙ্গে প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের বৈঠক

স্টিং নিউজ সার্ভিস: ওবিসি (অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি) সংরক্ষণ বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা…

1 month ago