Breaking News
Home >> Breaking News >> ​ভূতের আতঙ্কে গ্রাম ছাড়ছেন, বাসিন্দারা 

​ভূতের আতঙ্কে গ্রাম ছাড়ছেন, বাসিন্দারা কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করসপনডেন্ট, হাওড়াঃ ভূতের আতঙ্কে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া কার্যত বন্ধ হতে বসেছে উলুবেড়িয়া গঙ্গারামপুরের ৩১ নম্বর ওয়ার্ডে রানাপাড়ায়। সন্ধ্যা নামলেই এলাকার চারিপাশ থেকে ভূতের হাতছানি। গা ছমছম করা পরিবেশ। হাজারো মানুষের বাস তবুও অন্ধকার নামলে কারও দেখা নেই। দিনের বেলায় দেখা গেল গ্রামে মানুষজনের দেখা পাওয়া গেল কম। বহু মানুষ আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়ি চলে গেছে। গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানে ভূত যাকে ধরেছে সেই ব্যক্তি নাকি আত্মহত্যা করতে চাইছে। এর মধ্যেই একজন আত্মহত্যা করেছে। বাকিদের একই ইচ্ছে। ডাক পড়েছে ওঝার। চেষ্টা করছে ভূতে ধরাদের কাছ থেকে ভূতকে তাড়াতে। ঘটনার সূত্রপাত মাস খানেক আগে, গ্রামের এক যুবক আত্মহত্যা করে। সেই আত্মা নাকি ঘোরাফেরা করছে গ্রামে। সেইসঙ্গে যোগ দিয়েছে পূর্বে আত্মহত্যা করা আত্মারাও। সেইসব আত্মা এলাকার যুবকদের ডাকছে। এলাকার একটি নিম ও আমড়া গাছ থেকে আতঙ্ক ছড়াচ্ছে। ওই গাছের পাশে কেউ যাচ্ছে না। তবে ইতিমধ্যেই বিজ্ঞান মঞ্চ পথে নেমেছে সচেতনতা গড়তে। সব মিলিয়ে গ্রামে ছড়িয়েছে ভূতের আতঙ্ক। যা এখন কার্যত ভাইরাল।

loading...

এছাড়াও চেক করুন

হালিশহর বানিমন্দির এলাকায় বোমাতঙ্ক

স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার গভীর রাতে হালিশহর বানিমন্দির সংলগ্ন ওয়ার্ড অফিসের সামনে কিছু দুষ্কৃতী বোমা …

Leave a Reply

Your email address will not be published.