Breaking News
Home >> Breaking News >> বর্ষনে বিপর্যস্ত শহর বর্ধমান,শুরু হল ত্রান শিবির

বর্ষনে বিপর্যস্ত শহর বর্ধমান,শুরু হল ত্রান শিবির

সুপ্রকাশ চৌধুরী,স্টিং নিউজ করেসপনডেন্ট,বর্ধমান: গতকালের একটানা বর্ষনে বিপর্যস্ত শহর বর্ধমান। শহরের বিভিন্ন এলাকায় এখনও জল জমে আছে। গাছ পরে ব্যাহত বিদ্যুৎ পরিসেবা। সব থেকে খারাপ অবস্থা শহরের চার নম্বর ওয়ার্ডে। বাজেপ্রতাপপুর,দুবরাজদীঘি, ডাঙাপাড়া এলাকার অনেক বাড়িতে জল ঢুকেছে। তাদের স্থানীয় হিন্দী প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে আনা হয়েছে।

 স্থানীয় কাউন্সিলর মহম্মদ আলি এবং 

ওয়ার্ড কমিটির সম্পাদক নুরুল আলমের উদ্যোগে শুরু হয়েছে ত্রান শিবির। কাউন্সিলর মহম্মদ আলি জানান এখনো পর্যন্ত ২৫ টি পরিবারকে শিবিরে আনা হয়েছে। পরিস্থিতি নজর রাখা হয়েছে। প্রয়োজনে আরো মানুষকে শিবিরে আনা হবে। ওয়ার্ড কমিটির সম্পাদক নুরুল আলম জানান, দুর্গতদের জন্য যেমন খাওয়ায় ব্যাবস্থা করা হয়েছে তেমনি শিশুদের জন্যও উপযুক্ত খাবারের ব্যাবস্থা রাখা হয়েছে। তারা যেকোনো পরিস্থিতির জন্য তৈরী আছেন।

loading...

এছাড়াও চেক করুন

বিধাননগরের পাথুরিয়াতে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দুঃস্থদের বস্ত্র বিতরন

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের পাথুরিয়া …

Leave a Reply

Your email address will not be published.