Breaking News
Home >> Breaking News >> নদীয়ার কল্যাণীর আইটিআই মোড় দূর্গোৎসব না দেখলে মিস করবেন এবছর

নদীয়ার কল্যাণীর আইটিআই মোড় দূর্গোৎসব না দেখলে মিস করবেন এবছর

ফারুক আহমেদ :  লুমিনাস্ ক্লাব ও ব্যবসায়ী সমিতি পরিচালনায় আইটিআই মোড় নদীয়া জেলার কল্যাণীর “সার্বজনীন দূর্গোৎসব কমিটি ২০১৭” দূর্গোৎসব এবছর রজত জয়ন্তী বর্ষে পড়ল। আগামীকাল ফিতে কেটে শুভ সূচনা করবেন মাননীয় সাংসদ এবং বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার নায়ক দেব (দীপক অধিকারী) ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় মডেল ও নায়িকা রুক্মিণী মৈত্র। নদীয়া জেলার সেরা পূজা মণ্ডপ গুলোর মধ্যে এটি অন্যতম ও বড় পূজামণ্ডপ হিসেবে ইতিমধ্যে মানুষের মনে দাগ কেটেছে। এই পূজামণ্ডপটি সাজিয়ে তুলতে বিগত তিন মাস ধরে বহু মানুষ কাজ করেছেন। বাঙালির জাতীয় উৎসব হল সার্বজনীন দূর্গোৎসব।

সর্বধর্মের ও সর্ববর্ণের মানুষের মহা মিলনের এই শারদ উৎসব বয়ে আনুক সম্প্রীতির বার্তা।  এ বছর লুমিনাস্ ক্লাব ও ব্যবসায়ী সমিতি পরিচালনায় আই টি আই মোড় কল্যাণীর “সার্বজনীন দূর্গোৎসব কমিটি ২০১৭” রজত জয়ন্তী বর্ষে তথা ২৫ তম বর্ষে এসে বিশেষ ভাবে জোর দিয়েছেন ‘Save Drive Save Life’ এই প্রচার অভিযানে।  পূজামণ্ডপ যেভাবে সাজানো হয়েছে তা সকলকেই মুগ্ধ করবে এই আশা প্রকাশ করছেন সকল আগত দর্শকমণ্ডলী।

প্রতিবছরের মতো এবছরও প্রতিমা দর্শনে আগত হাজার হাজার মানুষ মুগ্ধ ও বিমুগ্ধ হবেন এমনটাই সংশ্লিষ্ট আয়োজকদের ধারণা। এবারও ভিড়ের ঢল নামবে প্রতিবছরের মতোন।
এই সার্বজনীন দূর্গোৎসব এর প্রধান কর্মকতা তথা কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় এই শারদোৎসবে সকল ধর্মের ও সকল বর্ণের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সব ধর্মের সব বর্ণের মানুষের বিভিন্ন উৎসবের দিনগুলো সকলের খুব খুব ভাল কাটুক। এই প্রতিবেদকে তিনি জানান, সম্প্রীতি-সৌহার্দ্য ও সর্ব ধর্মের মানুষের মধ্যে মিলনের বার্তা ছড়িয়ে দিতে এবং বাংলার ও দেশের মানুষের কল্যাণে এই দূর্গোৎসবের আয়োজন করে আসছেন তিনি বছরের পর বছর ধরে। সকলকে এই পূজামণ্ডপে প্রতিমা দর্শনে আসার জন্য আগাম আমন্ত্রণ জানিয়েছেন কল্যাণী শহর ও নদীয়া জেলার মানুষের জন্য সমাজ কল্যাণে নিবেদিত প্রাণ অরূপ মুখোপাধ্যায়।

loading...

এছাড়াও চেক করুন

প্রবল জলোচ্ছাস মন্দারমনি, তাজপুর, শংকরপুরে

নিজস্ব সংবাদদাতা,মন্দারমনি: শনিবার রাত থেকে সমুদ্র ছিলো উত্তাল। রবিবার সকাল থেকে জলধা,তাজপুর,শংকরপুর,মন্দারমনিতে মেরিন ড্রাইভ উপচে …

Leave a Reply

Your email address will not be published.