Breaking News
Home >> Breaking News >> পুজোর মণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু 

পুজোর মণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু 

সুপ্রকাশ চৌধুরী, স্টিং নিউজ করেসপনডেন্ট, বর্ধমান: দুর্গা পুজোর মণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ডেকোরেটার কর্মীর। মৃতের নাম শ্যামা ঘড়ুই। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের টিকরহাটে।দুর্ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা পৌঁছানো পর প্রায় ঘন্টাখানেক পর বর্ধমান থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা পৌঁছা। ফলে চরম ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তারা দমকল ও পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায়।  মণ্ডপের উপরে কাপড় বাঁধতে গিয়ে পা হড়কে বিদ্যুতবাহী তাকে লেগে যায় এবং তারে ঝুলতে থাকে। স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন মৃতদেহ  নামায়।

loading...

এছাড়াও চেক করুন

স্কুল থেকে নিখোঁজ তৃতীয় শ্রেনীর ছাত্র, চাঞ্চল্য তুফানগঞ্জে

মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহারঃ কাকু পরিচয় দিয়ে এক তৃতীয় শ্রেনীর ছাত্রকে স্কুল থেকে …

Leave a Reply

Your email address will not be published.