Breaking News
Home >> Breaking News >> শ্রী ভেঙ্কটেশ ফিল্ম বাজারে আনল বিনোদনমূলক আপ্লিকেশন 

শ্রী ভেঙ্কটেশ ফিল্ম বাজারে আনল বিনোদনমূলক আপ্লিকেশন 

ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতা :-দেবী পক্ষের প্রথম দিনে বিশ্বের বাঙালীকে বিনোদন জগতের এক ছাদের তলায় আনতে , পূর্ব ভারতের বৃহত্তম বিনোদন কোম্পানী শ্রী ভেঙ্কটেশ ফিল্ম(এস ভি এফ) আজ বাজারে আনল বিনোদনমূলক এ্যপস “হইচই.টিভি” ৷
আজ বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে এই এ্যপসের উদ্বোধনী লগ্নে হইচই-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মের কার্যনির্বাহী নির্দেশক বিষ্ণু মোহতা জানান ” ভিউ লিফ্ট , এমাজন ওয়েব সার্ভিসেস ও রেডিফিউসন ওয়াই এণ্ড আর-এর কারিগরী সহায়তা নিয়ে তৈরি হয়েছে এই এ্যপস ৷

এই এ্যপসের মাধ্যমে এই মুহূর্তে দর্শকরা দেখতে পাবেন আসল ওয়েব সিরিজ , ৫০০-র বেশি বাঙলা সিনেমা ও শুনতে পাবেন ১০০০-এর বেশি জনপ্রিয় বাঙলা গান ; এবং এই সংখ্যাটা প্রত্যেক মাসেই বেড়ে চলবে ৷”
আজ সাংবাদিক সম্মেলনে হইচই.টিভি-র পক্ষ থেকে জানানো হয় , যে কেউই গুগল প্লে স্টোর থেকে এই এ্যপস ডাউনলোড করতে পারবেন ৷

ত্রৈমাসিক , ষান্মাসিক , ও বাতসরিক চাঁদার বিনিময়ে এই এ্যপস দেখা যাবে ৷

ত্রৈমাসিকের জন্য লাগবে ১৪৯ টাকা , ষান্মাসিকের ক্ষেত্রে ২৪৯ টাকা ও বাতসরিকের ক্ষেত্রে মাত্র ৩৯৯ টাকা ৷

বাতসরিক গ্রাহকদের বেলায় এক অর্থে বলা যায় দিনে মাত্র ১.১০ টাকা খরচ করলেই গ্রাহকরা পেতে পারবেন ননস্টপ ফূর্তি ৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ভি এফের অপর দুই প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনী-ও ৷
শ্রীকান্ত মোহতা তাঁর বক্তব্যে জানান ” আগামী দিনে বাচ্চাদের বিশুদ্ধ বিনোদনের জন্যও বেশ কিছু মনোরঞ্জনমুলক সিনেমাও সংযোজিত হবে ৷ এছাড়াও সংযোজিত হবে আরো গান ৷

বর্তমানে যেখানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের বেশির ভাগ সিনেমা থাকছে , অদূর ভবিষ্যতে সেখানেই এর পাশাপাশি সত্যজিত রায়ের সমস্ত সিনেমা ও উত্তমকুমার ও ছবি ঘোষের মতো দিকপাল নায়কদের ছবিও সন্নিবেশিত হতে চলেছে ৷”
অনুষ্ঠানে উপস্থিত থেকে মহেন্দ্র সোনী বলেন ” সব থেকে সুবিধার জিনিস হলো এই এ্যপসে বিজ্ঞাপন দেখার বিরক্তিকর অভিজ্ঞতারও মুখোমুখী হতে হবেনা দর্শককে ৷

ইংরাজি তর্জমাও থাকবে ৷”
হইচই.টিভি-র পক্ষ থেকে আরো জানানো হয়েছে – এই এ্যপস ভবিষ্যতে পৃথিবীর ২৫০ মিলিয়ন বাঙালীকে শুধু এক এ্যপসের মাধ্যমেই বাঁধবে তাই নয় , এই এ্যপসের মাধ্যমেই রিলিজ হওয়ার সাথে সাথে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের সব ছবিই দেখানো হবে

loading...

এছাড়াও চেক করুন

বিধাননগরের পাথুরিয়াতে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দুঃস্থদের বস্ত্র বিতরন

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের পাথুরিয়া …

Leave a Reply

Your email address will not be published.