Breaking News
Home >> Breaking News >> মৃদু ভূ-কম্পন কোচবিহার সহ উত্তরবঙ্গ জুড়ে

মৃদু ভূ-কম্পন কোচবিহার সহ উত্তরবঙ্গ জুড়ে

মনিরুল হক, কোচবিহারঃ ফের ভূকম্পনে কেঁপে উঠল কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গ। শনিবার ৬.১৭ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। এর ফলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে। ঘর থেকে বেড়িয়ে আসতে দেখা যায় মানুষজনকে।
জানা গেছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল অসমের বঙ্গাইগাও-এ অভয়াপুরীতে।এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫।

ওই ভূমিকম্পের প্রবণতা অনুভূত হয়েছিল অসম বাংলার সীমান্তের কোচবিহার জেলার মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, দিনহাটা, তুফানগঞ্জ ও কোচবিহার সদরের সর্বত্রে এই কম্পন অনুভূত হয়। কম্পনের ফলে বহুতলের মানুষেরা আতঙ্কে পথে নেমে আসে। এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা কম্পন অনুভূত হয়েছিল।


জানা গেছে, যে ভূমিকম্পটি ৫.৫ মাত্রার এবং ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০-১২ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। এই ভুকম্পনে এখনও কোথাও হতাহতের বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বলেছেন, কম্পনে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও চেক করুন

ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

মালদাঃ বেআইনি ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। তাদের …

Leave a Reply

Your email address will not be published.