Breaking News
Home >> Breaking News >> হুগলি দেবানন্দপুরে শুরু হল মাছের মেলা

হুগলি দেবানন্দপুরে শুরু হল মাছের মেলা

সুমন করাতি, স্টিং নিউজ, হুগলিঃ হুগলি দেবানন্দপুরে শুরু হল মাছের মেলা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো এই মেলা, চলবে আজ সারা দিন ধরে। হুগলি জেলার প্রাচীন মেলা এই মাছের মেলা। ৫১৩ বছর ধরে চলছে এই মেলা।

এই মেলা উপলক্ষে হুগলি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই মেলায়। বিভিন্ন রকমের বহু মাছের দোকান থাকে এই মেলায়। ছোট থেকে বড় বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই মেলায়।

এদিন মেলায় উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেক বছর মাঘ মাসের প্রথম দিন হয় এই মেলা। এই মেলা উপলক্ষে সারাদিন ধরে চলবে ধর্মীয় রীতিমতো বিভিন্ন পূজাপাঠ।

এছাড়াও চেক করুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়া: কমবয়সী যুবকদের মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর প্রবনতা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.