Breaking News
Home >> Breaking News >> টিকটকের ফাঁদে পড়ে নিরুদ্দেশ তরুনী বধু,পুলিশের দ্বারস্থ স্বামী

টিকটকের ফাঁদে পড়ে নিরুদ্দেশ তরুনী বধু,পুলিশের দ্বারস্থ স্বামী

স্টিং নিউজ সার্ভিস, হুগলি: চুঁচু্ড়া ভগবতীডাঙার বাসিন্দা প্রসেনজিৎ মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল টিকটক ভিডিও করত। ভিগো ভিডিওতে তাঁর প্রোফাইল নাম জাসমিন। মাত্র নয় মাসে ৪ লাখ ২৮ হাজার ফলোয়ার জাসমিনের। খুব অল্প সময়ে ভালো পরিচিতি হওয়ায় পাটনা দিল্লী সহ বিভিন্ন জায়গায় ডাক আসত তাঁর। কখনো স্বামীর সঙ্গে কখনো প্লেনে চেপে একাই চলে যেতো তরুনী। গানের সঙ্গে লিপ দিয়ে নানা ভঙ্গিমায় টিকটক ভিডিও বর্তমান প্রজন্মের কাছে মুখোরচক। সেই ভিডিও বানিয়ে মাসে কয়েক হাজার টাকাও আসছিলো ঘরে তাই তরুনীর স্বামীর আপত্তি ছিলো না। বরং উৎসাহ দিতে দুটো দামী মোবাইল কিনে দেন স্ত্রীকে।

গত ৩১ ডিসেম্বর দিল্লী যাবে বলে বাড়ি থেকে বের হয় তরুনী। ফিরে এসে চার তারিখ রাজারহাটে যাওয়ার কথা ছিলো। হাওড়া থেকে ট্রেন ধরার পর ফোন বন্ধ হয়ে যায় তরুনীর। মাঝে একদিন ফোনে পাওয়া গেলে বলে নিউ দিল্লীতে রয়েছে। সেখানে র‍্যাম্প শো করাবে বলে নিয়ে যায় এক অপরিচিত যুবক।তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি তরুনীর সঙ্গে। সেই যুবকেরও ফোন বন্ধ রয়েছে। পাঁচ বছরের মেয়েকে নিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না। টিকটকের জন্যই তাঁর সর্বনাশ হলো ভেবেও স্ত্রীর জন্য দুশ্চিন্তায় দিন কাটছে প্রসেনজিৎ মন্ডলের।

এছাড়াও চেক করুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়া: কমবয়সী যুবকদের মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর প্রবনতা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.