Breaking News
Home >> Breaking News >> বাম- কংগ্রেসর ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল শিলিগুড়িতে

বাম- কংগ্রেসর ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল শিলিগুড়িতে

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ বুধবার বাম- কংগ্রেসর ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল শহর শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই শিলিগুড়ির হিলকার্ট রোড,বিধান রোডের বিভিন্ন দোকান বন্ধ রয়েছে। অপরদিকে প্রত্যেকদিনের তুলনায় বেসরকারি বাস,সিটি অটো,টোটোর সংখ্যা কম। যদিও সরকারি বাস চলছে।

এদিকে বনধের সমর্থনে শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় মিছিল বের করে ট্রেড ইউনিয়নগুলি। এবং মিছিলে অংশগ্রহণ করেন বাম নেতা কর্মীরা। মিছিল ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক পুলিশ। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় মতায়ন করা হয়েছে পুলিশ।

এছাড়াও চেক করুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়া: কমবয়সী যুবকদের মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর প্রবনতা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.