Breaking News
Home >> Breaking News >> নিয়ম মেনে বছরের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টনদের ভিড় উপচে পড়লো ব্যান্ডেল চার্চে

নিয়ম মেনে বছরের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টনদের ভিড় উপচে পড়লো ব্যান্ডেল চার্চে

স্টিং নিউজ সার্ভিসঃ নিয়ম মেনে বছরের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টনদের ভিড় উপচে পড়লো ব্যান্ডেল চার্চে। শুধু বাংলা নয় বাংলার পাশাপাশি সারাদেশ তথা নেপাল, ভূটান থেকেও বহু আদিবাসী খ্রীষ্টানরা আজ মাদার মারিয়ার সাথে সাক্ষাৎ করতে রাজ্যের একমাত্র ব্যাসিলিকা ব্যান্ডেল চার্চে আসেন। চার্চ সংলগ্ন ডন বক্স স্কুল প্রাঙ্গনে সারাদিন তাঁরা প্রার্থনা করেন। সাঁওতালি ভাষায় তাঁদের এই বিশেষ উৎসবের নাম “পোগো মারিয়া ন্যাপাম পরব”।

অর্থাৎ মাদার মারিয়ার সাথে তাঁদের সাক্ষাৎ। আজ এখানে এসে প্রার্থনা করলে সারাবছর তাঁদের ভালো কাটবে এটাই বিশ্বাস। প্রায় তিনদশক আগে বিশেষ এই উৎসবের সূচনা। বাংলা তথা দেশে অন্যান্য চার্চ থাকলেও চার শতাধিক বছরের পুরনো ব্যান্ডেল চার্চ সকলের থেকে বেশী জাগ্রত বলে তাঁদের বিশ্বাস। সেজন্যই ইংরেজি নববর্ষের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টানরা এখানে ভিড় জমান। এদিন এই সম্প্রদায়ের প্রায় ৫০হাজার মানুষ এখানে প্রার্থনা করতে আসেন।

এছাড়াও চেক করুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়া: কমবয়সী যুবকদের মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর প্রবনতা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.