Breaking News
Home >> Breaking News >> বরফের চাদরে ঢেকেছে সিকিমের লাচুং ও লাচেন, বন্ধ যান চলাচল

বরফের চাদরে ঢেকেছে সিকিমের লাচুং ও লাচেন, বন্ধ যান চলাচল

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ গতকাল থেকেই উত্তর পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভারী মাত্রায় স্নওফল শুরু হয়েছে। যার ফলে বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ ছিল। ঠিক তেমনই এদিন একি ভাবে তুষারের চাদরে ঢেকে রয়েছে উত্তর পূর্ব সিকিমের লাচুং ও লাচেন সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় ১২ থেকে ১৫ ইঞ্চি বরফের চাদরে ঢেকে রয়েছে শহর।

অন্যদিকে ভরা পর্যটন মরসুমে কোন রকম ঝুকি নিতে রাজি নন সিকিম সরকার। তাই গাড়ির পারমিপ বন্ধ করে দিয়েছে সিকিম সরকার। যদিও এই রকম তুষারপাত দেখে তাদের উচ্ছাসের অন্ত নেই। অপরদিকে শহর শিলিগুড়িতেও জাকিয়েশীত।

এছাড়াও চেক করুন

পূণ্য স্নানের আগে পুলিশ কর্মীর হাতে চরম হেনস্থা শিকার সেনা কর্মী

কল্যাণ অধিকারী,স্টিং নিউজ, গঙ্গাসাগর: প্রস্তুতি শেষ। মঙ্গলবার মাঝরাত ১২টা ২৪মিনিট থেকে শুরু হয়ে যাবে পুণ্যস্নান। …

Leave a Reply

Your email address will not be published.