Breaking News
Home >> Breaking News >> মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

স্টিং নিউজ সার্ভিস, নব্দ্বীপ, নদিয়াঃ ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে নবদ্বীপ পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দেয়াপাড়া রোডে দণ্ডপানিতলা এলাকায়।

পুলিশ জানায়, তার নাম পঙ্কজ কুমার দত্ত ( ৬৫)। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দন্ডপানিতলা এলাকার বাসিন্দা মৃত পঙ্কজ কুমার দত্ত খাদ্য দপ্তরের একজন কর্মী ছিলেন।

পরিবার সূত্রে জানতে পারা যায়, ২০১৫ সালে দপ্তর থেকে অবসর নেন পঙ্কজ কুমার দত্ত। অবসরের কিছুদিন পর থেকেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন তিনি। যার ফলে অবসরকালীন পেনশনের অনেকটা টাকাই ঔষধ কিনতে চলে যেত। বাড়িতে স্ত্রী ছাড়াও একমাত্র ছেলে আছে তার। ওই ছেলে নবদ্বীপের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করলেও বেতন খুবই সামান্য হওয়ায়, চিন্তায় ছিলেন তিনি।

প্রতিবেশী এক ব্যক্তি জানান, ইদানিং আর্থিক সহ বেশকিছু কারণে মানসিক অবসাদে ভুগছিলেন পঙ্কজ কুমার দত্ত। হয়ত সেকারণে বুধবার রাতে নিজের বাড়িতে পরিবারের অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধের দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

এছাড়াও চেক করুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়া: কমবয়সী যুবকদের মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর প্রবনতা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.