Breaking News
Home >> Breaking News >> নদিয়ার পলাশীপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু হল বছর আড়াইয়ের এক শিশু পুত্রের

নদিয়ার পলাশীপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু হল বছর আড়াইয়ের এক শিশু পুত্রের

স্টিং নিউজ সার্ভিসঃ ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু হল এক বছর আড়াইয়ের শিশু পুত্রের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নদিয়ার পলাশীপাড়া থানার পলশুণ্ডা পঞ্চায়েতের বারুইপাড়া উত্তর মাঠপাড়া এলাকায়।

পুলিশ জানায়, ট্রাক্টরের ধাক্কায় মৃত শিশুটির নাম, আব্দুর রাজ্জাক সেখ । বয়স আড়াই বছর। বাড়ি দুর্ঘটনাস্থলের কাছেই। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনায় ট্রাক্টর টি আটক করতে পারলেও চালক পলাতক বলে জানায়, থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটা নাগাদ পলাশীপাড়া থানার বাড়ুইপাড়া উত্তর মাঠপাড়া এলাকার বাসিন্দা ওসমান আলীর বছর আড়াইয়ের নাতি আব্দুর রাজ্জাক শেখ বাড়ির সামনে রাস্তার পাশে খেলছিল। সেই সময় একটি মাটি বোঝাই ট্রাক্টরটি দ্রুতগতিতে এসে ওই শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পরে ওই শিশুটি।

পরে স্থানীয়দের সাহায্যে পরিবারের লোকেরা তাকে পলাশীপাড়া প্রিতীময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে শিশুটির মৃত্যুর খবর তার গ্রামে পৌঁছালে, শোকের ছায়া নেমে আসে।

মৃত শিশুটির দাদু ওসমান আলী জানান, ঘটনার সময় আমার নাতি অন্যদের সাথে রাস্তার এক পাশে খেলছিল। সেই সময় দ্রুতগতিতে মাটি বোঝাই ট্রাক্টর চালিয়ে কাজিবুর মল্লিক নামক ওই ট্রাক্টর চালক নাতিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি এও জানান, ওই ট্রাক্টর চালক পালাবার সময় রাস্তার পাশে থাকা একটি বাতি স্তম্ভেও ধাক্কা দেয়। পুলিশ ওই ঘাতক ট্রাক্টর চালকের খোঁজ চালাচ্ছে।

এছাড়াও চেক করুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়া: কমবয়সী যুবকদের মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর প্রবনতা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.