Breaking News
Home >> Breaking News >> মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করল বিষ্ণুপুর মল্লভূম প্রয়াস

মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করল বিষ্ণুপুর মল্লভূম প্রয়াস

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ বিষ্ণুপুর প্রয়াস সারাবছর রক্তদান , অসহায় দরিদ্র মানুষদের পাশে থাকার মত বিভিন্ন সামাজিক কর্মসূচী গ্রহন করে থাকেন । এবার আরও এক সামাজিক কাজের নজীর গড়ল বিষ্ণুপুরের মল্লভূম প্রয়াস ।

মহিলাদের ঋিতুশ্রাব একটি প্রাকৃতিক নিয়মে চলে । অনেক সময় পথেঘাটে এর সমস্যায় পড়তে হয় অনককে । আর তাই মহিলা তথা মা জাতির কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল বিষ্ণুপুরের মল্লভূম প্রয়াস ।

এদিন প্রয়াসের পক্ষ থেকে বিষ্ণুপুর শহরের মোট ছয়টি মহিলা টয়লেটে স্যানিটারি ন্যাপকিন বক্সের ব্যবস্থা করেন । যা মহিলারা নিজেদের প্রয়োজনমত ব্যবহার করতে পারবেন ।

আজকের এই কর্মসূচির শুভ সূচনা করেন বিষ্ণুপুর মহাকুমার এসডিও মানস মন্ডল মহাশয় । তিনিও মল্লভূম প্রয়াসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । তবে আগামীদিনে শহরের সমস্ত মহিলা টয়লেটে এই সুবিধা পাওয়া যাবে বলে তিনি জানান ।

এছাড়াও চেক করুন

বাঁশবেড়িয়ার ত্রিবেনিতে মানুষের সুবিধার জন্য তৈরি হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়

স্টিং নিউজ সার্ভিস, হুগলি: বাঁশবেড়িয়ার ত্রিবেনিতে মানুষের সুবিধার জন্য তৈরি হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়।সাধারণ মানুষের দীর্ঘদিনের …

Leave a Reply

Your email address will not be published.