Breaking News
Home >> Breaking News >> নদিয়ার কালীগঞ্জের রাধাকান্তপুর শুরু হল ফুটবল প্রতিযোগিতা

নদিয়ার কালীগঞ্জের রাধাকান্তপুর শুরু হল ফুটবল প্রতিযোগিতা

স্টিং নিউজ সার্ভিস, কালীগঞ্জ, নদিয়াঃ নদিয়ার কালীগঞ্জের রাধাকান্তপুর গ্রামে রাধাকান্তপুর জনকল্যান সংঘের পরিচালনায় শুরু হলো ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয় রবিবার। এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কালীগঞ্জের প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট প্রাক্তন ফুটবলাররা।

ক্লাবের সম্পাদক মোস্তাকিম শেখ জানান, প্রতিবছরই আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করে থাকি তবে এ বছর আমাদের এই ফুটবল প্রতিযোগিতা ঘিরে এলাকার মানুষের উন্মাদনা রয়েছে। আমরা প্রতি বাড়ি বাড়ি চাঁদা তুলে এই প্রতিযোগিতা করি।

এলাকায় মানুষ উৎসাহ দিয় এই ফুটবল প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করে। একটি মিলনক্ষেত্রে পরিণত হয় এই খেলার মাঠ। সেটা দর্শক দেখেই বোঝা যায়। এদিন প্রায় দুই হাজার দর্শক উপস্থিত ছিল প্রথম দিনের প্রথম ম্যাচে।

কালীগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা ছাড়াও নাকাশিপাড়া চন্ডিপুর থেকে একটি দল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার প্রথম খেলায় পাগলা চণ্ডী অরিয়ন ক্লাব ৩-০ গোলে রাধাকান্তপুর নাসিম ক্লাবকে পরাজিত করে

এছাড়াও চেক করুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়া: কমবয়সী যুবকদের মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর প্রবনতা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.