Breaking News
Home >> Breaking News >> ফেসবুক হ্যাক করে আপত্তিকর ছবি তরুণীর, পোস্ট ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে

ফেসবুক হ্যাক করে আপত্তিকর ছবি তরুণীর, পোস্ট ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে

নিজস্ব সংবাদদাতা, স্টিং নিউজ সার্ভিস, শান্তিপুরঃ অষ্টাদশী এক তরুনীর ফেসবুক একাউন্ট হ্যাক করে আপত্তিকর ছবি ও মন্তব্য পোস্ট করার অভিযোগ উঠেছে । বিষয়টি জানার পর লজ্জায় এখন আর বিশেষ কাউকে মুখ দেখাতে পারছেন না ওই তরুণী। ওই তরুণী দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে। পুলিশের কাছে তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তরুণীর বাড়ি নদিয়ার শান্তিপুর থানার সুত্রাগড় এলাকায় । ওই তরুণী ইতিমধ্যেই কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন । পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, তার পুরনো ফেসবুক অ্যাকাউন্টটি প্রায় বছরখানেক আগেই কোনভাবে ব্লক হয়ে গিয়েছিল। বর্তমানে তার নতুন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে।

অথচ পুরনো সেই ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবার পরেও তার ছবি পোস্ট করে বেশকিছু কুরুচিকর মন্তব্য লিখেছেন দুই যুবক । তাদের নিজেদের ছবিও তারা পোস্ট করেছেন ওই ফেসবুক অ্যাকাউন্টে । অথচ বিষয়টি নিয়ে তিনি কিছুই জানতেন না । তার কয়েকজন পরিচিত মাধ্যমে বিষয়টি জানার পর থেকেই লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারছেন না। বিষয়টি জানাজানি হতেই দেখা দিয়েছে চাঞ্চল্য।

ওই তরুনীর অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । যদিও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এছাড়াও চেক করুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়া: কমবয়সী যুবকদের মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর প্রবনতা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.